শিরোনাম

বল হাতে ১ ওভারেই আলো ছড়িয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত।
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) যেন নিজের ছায়া হয়ে আছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন নিয়মিতভাবেই। তবে আজ (২১ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। এক ওভারে ২ রানে ১ উইকেট নিলেও অধিনায়ক ইমাদ ওয়াসিম তাকে আর বল করতে দেননি। সাকিবের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও দল পেয়েছে গুরুত্বপূর্ণ জয় ত্রিনবাগো নাইট রাইডার্সকে তারা হারিয়েছে ৮ রানে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে কেবল ১৩ বলে ৭ রান, উসমান তারিকের শিকার হয়ে ফেরেন তিনি। এর আগে তার ইনিংস ছিল ১১ ও ১৩ রানে সীমাবদ্ধ। ব্যর্থতার বৃত্ত তাই ভাঙা হলো না এবারও।
শুরুতে স্বাগতিকদের ইনিংসও ছিল টালমাটাল। ওপেনার রাহকিম কর্নওয়াল ফিরেছেন মাত্র ৯ রানে। এরপর একে একে অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) এবং সাকিবের বিদায়ে ৭৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল অ্যান্টিগা। কিন্তু সেখান থেকে দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দলটি। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেনের জুটিতেই আসে মূল ভরসা।
মাত্র ২০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যালেন। তাকে সঙ্গ দেন অধিনায়ক ইমাদ, যিনি ২৭ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেছেন এক চার ও দুই ছক্কার সাহায্যে। শেষ দিকে শামার স্প্রিংগার ৫ বলে ১০ রান যোগ করলে ভরসাজনক সংগ্রহ দাঁড়ায় ১৬৭ রানে।
জবাবে রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ত্রিনবাগো। কলিন মুনরো ১৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৪ রানের দাপুটে ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। তবে অন্য প্রান্তে ব্যর্থ হন অ্যালেক্স হেলস (৫), নিকোলাস পুরান (১০), ড্যারেন ব্রাভো (২) ও কেসি কার্টি (৩৫)। ১১০ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে নাইট রাইডার্স।
সেখান থেকে আশার আলো হয়ে লড়াই চালান কাইরন পোলার্ড। ২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করে ম্যাচকে প্রায় হাতের নাগালে নিয়ে গিয়েছিলেন তিনি। বিশেষ করে ১৯তম ওভারে তার ঝড়ে ওঠা, যেখানে একাই নেন ২২ রান। কিন্তু শেষ ওভারে স্প্রিংগারের শানদার বোলিংয়ে কেবল ৫ রানই তুলতে পারে ত্রিনবাগো। ফলে ৮ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
অ্যান্টিগার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওবেদ ম্যাককয়। সাকিব ও কর্নওয়াল একটি করে উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: