শিরোনাম

বৃষ্টিতে ভেসে গেছে ফ্যালকন্স-কিংস ম্যাচ। ছবি: সংগৃহীত।
ভেজা আউটফিল্ড যেন হানা দিল ক্যারিবীয় লিগের রোমাঞ্চে। সেন্ট লুসিয়া কিংস আর অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স দুই দলের ম্যাচের টসই হলো দেড় ঘণ্টা দেরিতে। টসে জিতে ইমাদ ওয়াসিম ঠিক করেছিলেন আগে বোলিং করবেন। একাদশে ছিলেন সাকিব আল হাসানও। কিন্তু শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টির; ব্যাট-বল গড়ানোর সুযোগই আর পাওয়া গেল না।
দিনের শুরু থেকেই আজ (১৮ আগস্ট) ক্যারিবিয়ানের আকাশ মেঘলা। সকালবেলার বৃষ্টি মাঠ ভিজিয়ে দেয়। একটু শুকিয়ে আসার পর টস সম্পন্ন হলেও আবার বৃষ্টি নেমে সব আশা ভাসিয়ে নিয়ে যায়। আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শন করেও ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি খুঁজে পাননি। তাই সমঝোতার পথে হাঁটতে হলো দুই দলই ভাগাভাগি করে নিল একটি করে পয়েন্ট।
প্রথম দুই ম্যাচে নিজের ছন্দ খুঁজে না পাওয়া সাকিব আজকেই জ্বলে ওঠার সুযোগ চেয়েছিলেন। কিন্তু প্রকৃতি সেটি হতে দিল না। ফলে ভক্তদের হতাশা বাড়ল আরও। এবারের আসরে এখন পর্যন্ত অ্যান্টিগার সাফল্য খুবই সীমিত তিন ম্যাচে মাত্র একটি জয়। অন্যদিকে সেন্ট লুসিয়ার জন্য এটাই ছিল মৌসুমের প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই তারা পয়েন্ট টেবিলে নাম লেখাল।
টসের সময় কিংস অধিনায়ক ডেভিড ভিসে বলেছিলেন, ফাফ ডু প্লেসি যে ভিত্তি রেখে গেছেন, সেটি ধরে রাখতে চান তিনি। শিরোপা ধরে রাখা কঠিন জানেন, তবুও ধাপে ধাপে এগোতে চান। অন্যদিকে ইমাদ ওয়াসিম বলেছিলেন, উইকেট থেকে সুবিধা নিয়ে প্রতিপক্ষকে ১৩০-১৪০ রানের মধ্যে থামানোই লক্ষ্য। তবে পরিকল্পনা মাঠে প্রয়োগ করার সুযোগ মেলেনি; ওডেন স্মিথের অনুপস্থিতিতে শামার স্প্রিংগারকে খেলানোও আর কাজে লাগল না।
আরও পড়ুন: