অ্যান্টিগার জয়ের দিনে ব্যর্থ সাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১২:৩২

শেয়ার

অ্যান্টিগার জয়ের দিনে ব্যর্থ সাকিব
অ্যান্টিগার জয়ে ব্যাটে বলে নিষ্প্রভ সাকিব। ছবি: সংগৃহীত।

পঞ্চমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নেমেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশার ঝলক এখনও দেখা যায়নি। ব্যাট হাতে যেমন থিতু হতে পারেননি, তেমনি বল হাতেও ছিলেন ব্যর্থ। যদিও তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স বার্বাডোজ রয়্যালসকে হারিয়ে জয় পেয়েছে ৬ উইকেট হাতে রেখে।

 

অ্যান্টিগার ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ (১৭ আগস্ট) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফ্যালকন্স অধিনায়ক। ব্যাট হাতে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বার্বাডোজ। দলের স্কোর মাত্র ৬ রানে থেমে যায় ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাটে। পরের দুই ব্যাটারও ফিরে গেলে চাপ বাড়ে। তবে অভিজ্ঞ কুইন্টন ডি কক ও রভম্যান পাওয়েল মিলে দলকে স্থিতি দেন। ৪৯ রানের জুটিতে কিছুটা ভরসা ফিরে পায় রয়্যালস।

 

ডি কক আউট হওয়ার পরও পাওয়েল একপ্রান্ত আগলে রেখে দলকে প্রতিযোগিতামূলক সংগ্রহে পৌঁছে দেন। ২৪ বলে ৫১ রানের তার ঝড়ো ইনিংসে ভর করে বার্বাডোজ শেষ পর্যন্ত ৬ উইকেটে তোলে ১৫১ রান। অ্যান্টিগার হয়ে জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয় নেন ২টি করে উইকেট।

 

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ওপেনার রাহকিম কর্নওয়াল ফিরে গেলে চাপ তৈরি হয়। অপর প্রান্তে জুয়েল অ্যান্ড্রু কিছুটা সময় ব্যাট চালালেও মূল দায়িত্ব কাঁধে নেন করিমা গোর। সতীর্থরা আসা-যাওয়া করলেও তিনি ছিলেন অটল। সাকিবের ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান, বল হাতেও করেন এক ওভার যেখানে খরচ করেন ১৪ রান, উইকেট পাননি।

 

অ্যান্টিগার জয় নিশ্চিত করেন করিমা গোর। ৫৩ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফ্যাবিয়ান অ্যালেনও ছয় বলে দ্রুত ১১ রান তুলে তাকে সহযোগিতা করেন।

 

বার্বাডোজের হয়ে মুজিব-উর-রহমান, ড্যানিয়েল স্যামস ও জোমেল ওয়ারিকান নেন একটি করে উইকেট।