সিপিএল প্রত্যাবর্তনের দিনে সাকিবের মলিন পারফরম্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১৩:৩২

শেয়ার

সিপিএল প্রত্যাবর্তনের দিনে সাকিবের মলিন পারফরম্যান্স
ব্যাটে বলে ব্যার্থতা দিয়ে সিপিএল এ নতুন মৌসুন শুরুকরলেন সাকিব। ছবি: সংগৃহীত।

দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরার ম্যাচে প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে থামলেন ১১ রানে, বল হাতেও পাননি সাফল্য। তার এমন নীরব দিনের সঙ্গে তাল মিলিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সও হেরেছে ৬ উইকেটে, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে।

 

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় অ্যান্টিগা। ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা, প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার জোয়েল অ্যান্ডু। কিছুক্ষণ পরই আউট হন আরেক ওপেনার রাহকিম কর্নওয়াল (৬ বলে ৩)।

 

এক প্রান্তে দৃঢ় থাকেন কারিমা, যিনি দলীয় সংগ্রহে একাই আনেন ৬১ রান (৩৪ বলে, ৮ চার, ২ ছক্কা)। বাকি ব্যাটাররা দুই অঙ্কও ছুঁতে পারেননি, সাকিবও থেমেছেন ১৬ বলে ১১ রানে। ছক্কার চেষ্টা করতে গিয়ে লং অফে ধরা পড়েন তিনি। বল হাতে এক ওভার করলেও উইকেট পাননি, খরচ করেছেন ৬ রান। প্যাট্রিয়টসের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নূর আহমেদ সালামখিল, ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট।

 

রান তাড়ায় নেমে সেন্ট কিটস শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ওপেনার এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার দ্রুত রান তোলেন। লুইস ১৩ বলে ২৫ রান করে ওবেদ ম্যাককয়ের বলে সাকিবের হাতে ক্যাচ দেন। এরপর কাইল মেয়ার্সও ফেরেন দ্রুত (৮ বলে ১৫), তবে লক্ষ্য সহজ হয়ে থাকায় চাপ বাড়েনি।

 

রেক্সহামের ফ্লেচারও থামেন ১৯ রানে, কিন্তু শেষ দিকে জশ অ্যাথানাজে (৩৭*) ও জেসন হোল্ডার (১৮*) অপরাজিত থেকে দলকে ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন।

 

এই জয়ের মধ্য দিয়ে ২০২১ সালের ফাইনালের পর প্রথমবার ঘরের মাঠে জয় উদযাপন করল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অন্যদিকে সাকিবের জন্য ফেরার ম্যাচ রইল হতাশার, না ব্যাটে, না বলে কোনো প্রভাব রাখতে পারলেন তিনি।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স- ১২১/১০ (১৭.১ ওভার) (কারিমা ৬১, ফ্যাবিয়ান ১২, সাকিব ১১, ইমাদ ১১; সালামখিল ৪/২২)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস- ১২৫/৪ (১৫ ওভার) (লুইস ২৫, ফ্লেচার ১৯, মেয়ার্স ১৫, অ্যাথানাজে ৩৭*, হোল্ডার ১৮*; কর্নওয়াল ২/১৯)