চোখ বন্ধ করে রাজশাহীতে বিপিএল আয়োজন সম্ভব–পাইলট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১২:১৮

শেয়ার

চোখ বন্ধ করে রাজশাহীতে বিপিএল আয়োজন সম্ভব–পাইলট
বিপিএল ভেন্যু বাড়ানোর তাগিদ দিলেন খালেদ মাসুদ পাইলট। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু সীমিত হয়ে পড়েছে মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে। অথচ একসময় খুলনাও ছিল এই টুর্নামেন্টের আয়োজক শহর। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, দেশের ক্রিকেট উন্নয়নে ম্যাচ আয়োজনকে রাজধানীমুখী না রেখে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া জরুরি।

 

পাইলটের মতে, রাজশাহী, বগুড়া এবং খুলনার মতো স্টেডিয়ামগুলো বিপিএল আয়োজনের জন্য একেবারে উপযোগী। বিশেষ করে রাজশাহীকে তিনি আদর্শ ভেন্যু বলে অভিহিত করেন। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচে রাজশাহীর গ্যালারি দর্শকে ভরে গিয়েছিল, এটি স্থানীয়দের ক্রিকেটপ্রেমের প্রমাণ।

 

তিনি বলেন, “রাজশাহীতে চোখ বন্ধ করেই বিপিএল আয়োজন সম্ভব। এখানে দীর্ঘদিন বড় কোনো টুর্নামেন্ট হয়নি। বগুড়ার মাঠও দারুণ, একসময় সেখানে আন্তর্জাতিক ম্যাচ হতো। খুলনাতেও একসময় বিপিএল হতো।”

 

পাইলট আরও যুক্তি দেন, রাজশাহীতে এখন পর্যাপ্ত মানসম্পন্ন হোটেল আছে, পরিবেশও অনুকূল। ইতোমধ্যে এনসিএল ও বিসিএলের ম্যাচ হচ্ছে সেখানে। তার মতে, শুধু ড্রেসিং রুম ও প্রেস বক্স সংস্কার করলেই বিপিএল আয়োজন শুরু করা সম্ভব, আর এই কাজ শেষ করতেও বেশি সময় লাগবে না।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও বিভিন্ন ভেন্যু ঘুরে দেখার পরিকল্পনা হাতে নিয়েছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী থেকে বরিশাল, সব জায়গা পরিদর্শন করেছেন। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর হয়তো বিপিএলের আয়োজনে ভেন্যু বাড়ানো হবে। তবে পাইলট মনে করেন, সদিচ্ছা থাকলে এ বছরই রাজশাহীতে ম্যাচ আয়োজন সম্ভব।

 

তিনি তুলনা টেনে বলেন, “জিম্বাবুয়ে বা নিউজিল্যান্ডের অনেক ম্যাচেও এত সুবিধা নেই। অথচ বাংলাদেশে সবই আছে, তবুও বলা হয় এই নাই, ওই নাই। ক্রিকেটাররা তো মাঠে এসে ঘুমাবে না।”

 

পাইলটের স্পষ্ট বার্তা, বাংলাদেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শক্তিশালী করতে চাইলে বিপিএলের মতো আসরগুলো বিভিন্ন শহরে নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই।