শিরোনাম
.jpg)
বাংলাদেশে সহজেই দেখা যাবে সিপিএল টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত।
শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসর, যেখানে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে মাঠে নামবেন সাকিব আল হাসান। এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন তিনি। টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশি দর্শকদের আগ্রহও কম নয়। সুখবর হলো, বাংলাদেশে বসেই বিনামূল্যে ইউটিউব ও ফেসবুকে সরাসরি দেখা যাবে সবগুলো ম্যাচ।
ক্যারিবিয়ান অঞ্চলে সিপিএল সম্প্রচার করবে রাশ স্পোর্টস, গ্রেনাডায় সিসিএন টিভি ও গায়ানায় ই-নেটওয়ার্কস। অস্ট্রেলিয়ায় দেখা যাবে ফক্স স্পোর্টসে, ভারতে জিওস্টার ও ফ্যানকোডে, আর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ম্যাচগুলো দেখা যাবে ক্রিকবাজে। নিউজিল্যান্ডে স্কাই নিউজিল্যান্ড, উত্তর আমেরিকায় উইলো, সেন্ট লুসিয়ায় উইনার এস টিভি, সাব-সাহারা আফ্রিকায় সুপারস্পোর্ট, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় টিভি সিক্স এবং ইংল্যান্ড-আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস সম্প্রচার করবে খেলা। বিশ্বের অন্যান্য দেশে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে, সিপিএল দেখা যাবে বিনামূল্যে ইউটিউব ও ফেসবুকে, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে।
সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রথম ম্যাচ ১৫ আগস্ট ভোর ৫টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ওয়ার্নার পার্ক বাসেটারে। এরপর ১৭ আগস্ট একই সময়ে তারা মুখোমুখি হবে বার্বাডোস রয়্যালসের, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। ১৮ আগস্ট সেন্ট লুসিয়া কিংস, ২১ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্স এবং ২৩ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে ফ্যালকনস। প্রতিটি ম্যাচই হবে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে।
২৪ আগস্ট রাত ৯টায় আবারও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হবে সাকিবরা। এরপর ২৮ আগস্ট ভোর ৫টায় অ্যাওয়ে ম্যাচে খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। ৩১ আগস্ট রাত ৯টায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে নামবে ফ্যালকনস। ৬ সেপ্টেম্বর কেনসিংটন ওভালে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে লড়বে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ সেপ্টেম্বর ভোর ৫টায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের দল, গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে।
আরও পড়ুন: