শিরোনাম
.jpg)
সিপিএলে এবার নতুন ঠিকানায় সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
দীর্ঘ এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান ফের আলোচনায় ফিরলেন বিদেশি লিগের মঞ্চে। ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় টি-টোয়েন্টি আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। বর্তমানে দলীয় প্রস্তুতির জন্য অ্যান্টিগায় অবস্থান করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
অ্যান্টিগা ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানালেন, দ্বীপ রাষ্ট্রটিতে ফেরাটা তার জন্য বিশেষ আনন্দের। “এখানে ফিরতে পেরে ভালো লাগছে। অ্যান্টিগা দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত এবং সিপিএলে খেলার জন্য মুখিয়ে আছি,” বলেন তিনি। যদিও ভিডিওতে সাকিব ‘তৃতীয় বছর’ উল্লেখ করেন, বাস্তবে এটি তার ষষ্ঠ সিপিএল মৌসুম।
অ্যান্টিগার হয়ে প্রথমবার খেলতে যাওয়া এই অলরাউন্ডার দলকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে ফ্যালকন্স দলে রয়েছে সাফল্যের সম্ভাবনা। “মাঠের ভেতরে ও বাইরে আমরা ভালো একটি দল। পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তিরা আমাদের ড্রেসিংরুমে আছেন এটি বড় পাওয়া। যদি আমরা অভিজ্ঞতা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে ভালো কিছু করব।”
সাকিবের ব্যক্তিগত আগ্রহের তালিকায় আছেন আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। “তার নামে নামকরণ করা মাঠে খেলা অবশ্যই বিশেষ কিছু। আশা করছি, তাঁর সঙ্গে দেখা হবে এবং ড্রেসিংরুমে এসে অভিজ্ঞতা শেয়ার করবেন,” বলেন সাকিব।
সিপিএলের ১৩তম আসর শুরু হবে আগামী শুক্রবার, ১৫ আগস্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। জাতীয় দলে ফেরার অনিশ্চয়তা থাকলেও বিদেশি লিগে নিজেকে ব্যস্ত রাখছেন সাকিব, এবার নতুন রঙের জার্সি গায়ে ভিন্ন চ্যালেঞ্জে নামার অপেক্ষায়।
আরও পড়ুন: