শিরোনাম
.jpg)
মুস্তাফিজকে এবার দেখা যাবে আইএল টি-টোয়েন্টিতে। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবার মাঠে নামবেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি)। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস, যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের সহোদর ফ্র্যাঞ্চাইজি।
মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। লিগে তিনি ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে খেলবেন।
এর আগে গত আসরের মাঝপথে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মিচেল স্টার্কের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। এবারও বদলি খেলোয়াড় হিসেবেই সুযোগ পেলেন তিনি।
আইএল টি-টোয়েন্টির নিলাম হবে আগামী ৩০ সেপ্টেম্বর। তবে নিলামের আগে দল নিশ্চিত করে ফেললেন মুস্তাফিজ। লিগটি শুরু হবে ২ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ জানুয়ারি।
দেশের বাইরে এটি হবে মুস্তাফিজের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি খেলেছেন শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে।
দুবাই ক্যাপিটালসের হয়ে আসন্ন আসরে মুস্তাফিজ কী ভূমিকা রাখতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের উইকেটে তার কাটার এবং স্লোয়ার বল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: