আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ২০২৪ মৌসুমে পারফরম্যান্সের দিক থেকে ভয়াবহ সময় পার করেছে। টানা পাঁচ ম্যাচ হারের বিব্রতকর রেকর্ড গড়ে শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। সাবেক খেলোয়াড়দের মতে, নিলামে কার্যকর দল গড়তে না পারাই এই বিপর্যয়ের মূল কারণ।
এবার আসন্ন নিলামে দল পুনর্গঠনের বড় পরিকল্পনা নিয়েছে সিএসকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম জানায়, কমপক্ষে ১০ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে প্রায় ৩৪ কোটি ৪৫ লাখ রুপির তহবিল জোগাড়ের চিন্তা করছে তারা, যাতে নতুন করে আগ্রাসী ব্যাটার ও কার্যকর অলরাউন্ডারদের দলে ভেড়ানো যায়। লক্ষ্য ৪০ কোটির পুঁজি নিয়ে নিলামে নামা।
চেন্নাইয়ের কোর গ্রুপে থাকবেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা ও শিবাম দুবে। ধোনির নেতৃত্বেই নতুন মৌসুমে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে তারা। ব্যবস্থাপনার প্রথম পছন্দ রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন, যিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরিচিত। তবে তাঁকে পেতে সমস্যা হচ্ছে। রাজস্থান চায় সঞ্জুর বিনিময়ে রুতুরাজ ও কনওয়ে, কিন্তু সিএসকে রুতুরাজকে ছাড়তে রাজি নয়। ফলে চুক্তির সম্ভাবনা আপাতত ক্ষীণ।
নতুন দলে তরুণ ও আগ্রাসী ক্রিকেটারের সংখ্যা বাড়ানোই সিএসকের মূল লক্ষ্য। গতবার কেনা আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল ও ডেওয়াল্ড ব্রেভিসের মতো তরুণদের পারফরম্যান্স মিশ্র হলেও এবারও সেই ধরনের খেলোয়াড়ের প্রতিই নজর থাকবে। একইসঙ্গে অভিজ্ঞ কিন্তু ফর্মহীনদের বিদায় জানিয়ে নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি চলছে।
যদিও নিলাম পর্যন্ত সবকিছু অনিশ্চিত, তবে এত বড়সড় পরিবর্তনের পরিকল্পনা চেন্নাইয়ে আগে কমই দেখা গেছে। সিএসকের ভক্তদের জন্য তাই আসন্ন মৌসুম হবে প্রত্যাশা আর উদ্বেগের মিশ্রণ।