পাঁচ বছরের চোখের ছাড়পত্রে খেলা চালিয়ে যাবেন ধোনি 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

পাঁচ বছরের চোখের ছাড়পত্রে খেলা চালিয়ে যাবেন ধোনি 
খেলার জন্য ধোনির চোখ চলবে আরও পাঁচবছর, শরীর কী বলে? ছবি: সংগৃহীত।

ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন প্রায় পাঁচ বছর হতে চলল, অথচ চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে তাঁর উপস্থিতি এখনো সমানভাবে আলোড়ন তোলে। কেউ বলেন, এটাই তাঁর শেষ মৌসুম, কেউ বলেন 'না না, ধোনি আরও খেলবেন!' এইসব আলোচনার মাঝেই ধোনি আবার ছুঁড়ে দিলেন এক টুকরো ধাঁধা।

 

এক অনুষ্ঠানে হাসিমুখে বললেন, "আমি পাঁচ বছরের জন্য ‘চোখের ছাড়পত্র’ পেয়েছি ক্রিকেট খেলার জন্য।" এরপরই ধোনি বলেন আসল ঘটনা!, “কিন্তু সমস্যা হলো, আমি কেবল চোখ দিয়েই তো খেলতে পারি না। শরীরকেও তো বল শুনতে হবে!” মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে চারপাশ।

 

একটা শরীর, একটা মন আর কিছু না-বলা অভ্যস্ততা ধোনির ক্রিকেটে ফেরা বা থাকা নিয়ে প্রতিবারই তৈরি হয় নাটকীয়তা। ২০২৫ সালে অধিনায়কত্ব ছেড়েছিলেন ঠিকই, কিন্তু ইনজুরিতে পড়ে গেলে রুতুরাজ, আবারও দলের হাল ধরতে হয় ‘থালা’কেই।

 

২০২৪ আর ২০২৫ দুই মৌসুমেই ব্যাটিংয়ে দেখা গেছে তাঁকে একেবারে নিচে, কখনো কখনো ৮ নম্বরেও। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তাঁকে ক্যামিওতে পরিণত করলেও তাঁর উপস্থিতি মানেই ম্যাচে বাড়তি ছন্দ।

 

তবে এবার শুধু শরীর নয়, মাথার ভেতরেও যেন চলছে পরিকল্পনার খেলা। ডিসেম্বরে আসছে ছোট একটা নিলাম। ধোনি বলছেন, “দলের কিছু ফাঁকফোকর আছে, চেষ্টা করব সেগুলো মেরামত করতে।” এর মানে কি দাঁড়ায়? 'ধোনি আছেন, থাকবেন'?

 

তিনি নিশ্চিত করেননি কিছুই। বছরের পর বছর ধরে তিনি এভাবেই খেলছেন নিজের শরীর আর দলের প্রয়োজনের সমন্বয় করে। কিন্তু এবার মনে হচ্ছে, হয়তো ধোনি মাঠে না থাকলেও, দলের সিদ্ধান্তপ্রক্রিয়ার ভেতরে থাকবেন পুরোমাত্রায়।

 

সবশেষে, প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই কি শেষ? নাকি আরেকটি মৌসুমের জন্য চোখের ছাড়পত্রের সঙ্গে শরীরও রাজি হবে?