টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৫:১০

শেয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগে ২০২৪ এর চ্যাম্পিয়ন জাফনা কিংস। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখেই সময়সূচি বদলে নতুন তারিখে আয়োজন করা হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৫। শুক্রবার (১ আগস্ট) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষণা দিয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ষষ্ঠ আসর।

 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি শ্রীলঙ্কা। বিশ্বকাপ আয়োজনের আগে দেশীয় টি-টোয়েন্টি লিগ আয়োজনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি আরও মজবুত করতেই এমন সময়সীমা নির্ধারণ করেছে এসএলসি।

 

এসএলসি'র এলপিএল টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডোডানওয়েলা জানিয়েছেন, “বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং খেলোয়াড়দের প্রস্তুতির মান বাড়াতে এলপিএলকে এই সময়সূচিতে আনা হয়েছে।”

 

এবারের আসরের খেলা অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—আর প্রেমাদাসা স্টেডিয়াম, ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং দাম্বুল্লার আর ডি আই সি স্টেডিয়াম।

 

এলপিএল ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরিণত হয়েছে। বিদেশি তারকাদের অংশগ্রহণের পাশাপাশি শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটারদের জন্যও এটি একটি বড় মঞ্চ।

 

২০২৪ আসরে মার্ভেলসকে হারিয়ে জাফনা কিংস চ্যাম্পিয়ন হয়। এটি ছিল তাদের চতুর্থ শিরোপা।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এবার লিগ নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করায় আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ আরও সহজ হবে, কারণ এই সময়টায় বেশিরভাগ আন্তর্জাতিক সূচি অপেক্ষাকৃত হালকা থাকে।

 

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যালেন্ডার যখন দিনদিন ঘন হয়ে উঠছে, তখন এমন একটি স্ট্র্যাটেজিক সময়সীমা হয়তো এলপিএলকেও ভবিষ্যতে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি, এটি বিশ্বকাপের আগে প্লেয়ারদের জন্য একটি ‘টিউনিং গ্রাউন্ড’ হিসেবেও কাজ করবে।