শিরোনাম
.jpg)
হ্যারি কেইনের উল্লাস। ছবি: রয়টার্স।
বুন্দেসলিগার শনিবারের ম্যাচে হফেনহাইমকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের নায়ক ছিলেন হ্যারি কেইন, যিনি চমৎকার হ্যাটট্রিক করে দলকে বড় জয় উপহার দিলেন। দলের চতুর্থ গোলটি করেছেন সের্গে জিনাব্রি।
কেইনের জোড়া গোলের শুরু হয় ৪৪তম মিনিটে। পরের দুটি গোল আসে পেনাল্টি থেকে, যথাক্রমে ৪৮তম ও ৭৭তম মিনিটে। ম্যাচের ৮২তম মিনিটে হফেনহাইম একটি গোল শোধ দেয়। অতিরিক্ত সময়ের নবম মিনিটে জিনাব্রির গোলে বায়ার্ন নিশ্চিত করে বড় জয়।
৩২ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকারের জন্য গোল করা যেন নিয়মিত বিষয়। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক; প্রথমটি করেছিলেন লিগের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে, যেখানে ৬-০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। ২০২৩ সালে দলটিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম হ্যাটট্রিক।
নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করেছে বায়ার্ন। বায়ার্ন লিগে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শতভাগ জয়ে শীর্ষে অবস্থান করছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার চেলসিকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচেও কেইন জোড়া গোল করেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার শেষ তিন ম্যাচে ৭টি গোল এবং চলতি মৌসুমে ৬ ম্যাচে ১০টি গোল করেছেন তিনি।
আরও পড়ুন: