টেন হাগের স্থলাভিষিক্ত হলেন ক্যাস্পার ইউলমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৫

শেয়ার

টেন হাগের স্থলাভিষিক্ত হলেন ক্যাস্পার ইউলমান
বায়ার লেভারকুসেনের নতুন কোচ ক্যাস্পার ইউলমান। ছবি: সংগৃহীত।

বায়ার লেভারকুজেনের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাস্পার ইউলমান। এরিক টেন হাগের উত্তরসূরি হিসেবে জার্মান ক্লাবটিতে যোগ দিচ্ছেন ডেনমার্কের সাবেক এই কোচ। বুন্দেসলিগার সাবেক চ্যাম্পিয়নরা সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইউলমানকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়।

 

৫৩ বছর বয়সী ইউলমানের অধীনে ডেনমার্ক দুর্দান্ত সময় কাটিয়েছে। তাঁর কোচিংয়েই দল খেলেছিল ইউরো ২০২০-এর সেমিফাইনালে, যেখানে অতিরিক্ত সময়ে হেরে যায় ইংল্যান্ডের কাছে। তবে ইউরো ২০২৪-এ শেষ ষোলোতে জার্মানির কাছে ২-০ গোলে হেরে চার বছরের দায়িত্ব শেষে পদত্যাগ করেন তিনি।

 

এর আগে ২০১৪-১৫ মৌসুমে জার্মান ক্লাব মাইঞ্জের কোচ ছিলেন ইউলমান। দীর্ঘ বিরতির পর এবার আবারও বুন্ডেসলিগায় ফিরলেন তিনি, তাও গত মৌসুমের রানার্সআপ লেভারকুজেনের দায়িত্ব নিয়ে।

 

অন্যদিকে, চলতি মৌসুমে মাত্র দুই ম্যাচ পরেই চাকরি হারান টেন হাগ। গত অক্টোবরেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর তিনি কোচিংয়ের বাইরে ছিলেন। পরে গত মে মাসে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়ে লেভারকুজেনের ডাগআউটে বসেন টেন হাগ।