ব্যালন ডি’অরে সতীর্থ দেম্বেলেকে সমর্থন এমবাপ্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০১

শেয়ার

ব্যালন ডি’অরে সতীর্থ দেম্বেলেকে সমর্থন এমবাপ্পের
ব্যালন ডি’অর জয়ে নিজের পছন্দ জানালেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত।

ঘনিয়ে আসছে ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অরের মহারণ। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে সংক্ষিপ্ত তালিকা। সমর্থক, বিশ্লেষক ও সাবেকরা দিচ্ছেন নিজেদের পছন্দের নাম। এবার সেই আলোচনায় মুখ খুললেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

 

ব্যক্তিগতভাবে দুর্দান্ত মৌসুম কাটালেও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি এমবাপ্পে। তাই এবারের ব্যালন ডি’অরের মঞ্চে তার নাম ঘোষিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে পুরস্কার কার প্রাপ্য, সে নিয়ে নিজের মতামত জানাতে দ্বিধা করেননি তিনি। এমবাপ্পের ভোট যাচ্ছে ফ্রান্স জাতীয় দলের সতীর্থ ও পিএসজির উইঙ্গার ওসমান দেম্বেলের পক্ষে। তার ভাষায়, “আমার মতে, হ্যাঁ। আশা করি এটি সেই জিতবে। আমি প্রথম থেকেই তাকে সমর্থন দিয়ে আসছি।”

 

এমবাপ্পে আরও বিশ্বাস করেন, তার সাবেক সতীর্থ আশরাফ হাকিমিও ভালো অবস্থানে থাকবেন। মরক্কোর এই ডিফেন্ডারের প্রশংসা করে তিনি বলেন, “আমি আরও আশা করছি আশরাফ ভালো র‌্যাঙ্কিংয়ে থাকবে, ডিফেন্ডারদের জন্য এটি দারুণ হবে। ঐতিহাসিক এক মৌসুমই কাটিয়েছে সে।”

 

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেই সাধারণত ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বিতা নির্ধারণ হয়। ইউরোপ সেরার আসরে আলো ছড়ানো দেম্বেলেকে তাই এগিয়ে রাখতেই হচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৮ গোল এবং দিয়েছেন ৬টি অ্যাসিস্ট। ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে গোল না পেলেও তার দুটি নিখুঁত পাসেই গোল পেয়েছিল পিএসজি।

 

তবে দেম্বেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে লামিনে ইয়ামালকে। বার্সেলোনার এই তরুণ তারকা ১৮ বছর বয়সেই ঘরোয়া ট্রেবল জিতেছেন এবং মৌসুমজুড়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাটকীয় লড়াইয়ে থেমে যায় বার্সার পথচলা।

 

ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বী হলেও ইয়ামালের প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেননি এমবাপ্পে। অবশ্য রসিকতাও করেছেন, “সত্যি বলতে, সে বার্সেলোনার একজন ফুটবলার।” তবে সঙ্গে সঙ্গেই যোগ করেছেন, “তবে সে খুবই ভালো একজন ফুটবলার।”