রিয়াল ছাড়ার কষ্টে গান লিখে গ্র্যামি চান রামোস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৯

শেয়ার

রিয়াল ছাড়ার কষ্টে গান লিখে গ্র্যামি চান রামোস
মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের অধিনায়ক রামোসের উদযাপন। ছবি: সংগৃহীত।

সার্জিও রামোস, স্পেনের কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন অধিনায়ক, ফুটবল থেকে কিছুটা দূরে থাকতে থাকতে এবার সুরের জগতে প্রবেশ করেছেন। গত রোববার (২১ আগস্ট) তিনি প্রকাশ করেছেন নিজের প্রথম গান ‘সিবেলেস’, নামটি এসেছে মাদ্রিদ শহরের সেই বিখ্যাত ভাস্কর্য থেকে, যেখানে রিয়াল শিরোপা উদযাপন করে।

 

গানটির মিউজিক ভিডিওতে রামোসের রিয়ালে কাটানো স্মরণীয় মুহূর্তগুলোর সাথে সেই ভাস্কর্য দেখা যায়। গানের কথাগুলো মূলত রিয়াল ছাড়ার আক্ষেপ ও আবেগকে কেন্দ্র করে লেখা। ইউটিউবে প্রকাশের মাত্র কয়েক দিনে ভিডিওটি দেখেছেন প্রায় ২৪ লাখ ৬০ হাজার দর্শক।

 

৩৯ বছর বয়সী রামোস বর্তমানে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের অধিনায়ক। পুয়েবলার বিপক্ষে লিগ ম্যাচে দলের ৪-২ গোল জয় তাঁর নেতৃত্বে এসেছে। ব্যস্ত ফুটবল জীবন সত্ত্বেও রামোস সময় বের করে গান রেকর্ড করেছেন। নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। রামোস আশা করেন, কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জেতার আগে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতবেন।

 

স্প্যানিশ টিভি শো ‘এল হরমিগুয়েরো’-তে সোমবার (১ সেপ্টেম্বর) তিনি জানান, গানটি লেখা হয়েছিল ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার ব্যথা নিয়ে। রামোস বলেন, “আমি সবসময় সবাইকে স্বপ্ন দেখতে বলি। কোচ হিসেবেও চ্যাম্পিয়নস লিগ জেতার কল্পনা করি, তবে তার আগে নিজেকে গ্র্যামি জিততে দেখছি।”

 

তিনি আরও জানান, এই সময়ে তিনি সংগীতের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে চান, কারণ সংগীতে কাজ করে পরিবারকেও সময় দেওয়া সম্ভব। গানটি সম্পর্কে তিনি বলেন, “এটি প্রেমের গান। কোনো সম্পর্ক কি ব্যথা আর কষ্ট ছাড়া হয়? প্যারিসে থাকাকালীনই এর ৬০ শতাংশ লিখেছিলাম। মাদ্রিদ ছাড়ার আঘাত আমার অনুভূতি প্রভাবিত করেছিল।”