তিন ম্যাচ পরই ছাঁটাই হলেন এরিক টেন হাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৭

শেয়ার

তিন ম্যাচ পরই ছাঁটাই হলেন এরিক টেন হাগ
ডাচ ফুটবল কোচ এরিক টেন হাগ। ছবি: সংগৃহীত।

বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে জাবি আলোনসোর জায়গায় এরিক টেন হাগের নাম ঘোষণা করা হয় গত ২৬ মে। ১ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর বুন্দেসলিগার নতুন মৌসুমে মাত্র তিন ম্যাচের মধ্যেই শেষ হলো তাঁর যাত্রা। জার্মান ক্লাবটির হয়ে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে এক জয়, এক ড্র ও এক পরাজয়ের পরই ছাঁটাই হলেন ডাচ কোচ।

 

ক্লাবের ওয়েবসাইটে আজ (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্রীড়া পরিচালক সাইমন রোলফেস বলেন, “সিদ্ধান্তটা আমাদের জন্য সহজ ছিল না। কেউ এই পদক্ষেপ নিতে চায়নি। তবে গত কয়েক সপ্তাহে বোঝা গেছে, নতুন ও সফল দল গড়তে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা কাজে আসছে না।”

 

লেভারকুসেনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলেও জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে টেন হাগের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে সহকারী কোচরা দলের অনুশীলন সামলাবেন।

 

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রায় আড়াই বছর দায়িত্ব পালনের পর গত অক্টোবরে বরখাস্ত হন টেন হাগ। এবার লেভারকুসেনেও তাঁর বিদায় হলো খুব অল্প সময়ে। ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফের্নান্দো কারো বলেন, “কষ্টদায়ক সিদ্ধান্ত হলেও দরকার ছিল।”

 

টেন হাগের অধীনে লেভারকুসেন মৌসুম শুরু করে ২৩ আগস্ট হফেনহাইমের কাছে ২-১ গোলে হেরে। এর পর গত শনিবার ব্রেমেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। এর ফলে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে কোচ ছাঁটাইয়ের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন টেন হাগ, যেখানে আগের রেকর্ড ছিল পাঁচ ম্যাচ পর বরখাস্ত হওয়ার।

 

২০২২ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জিতেছিলেন। তবে প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমের প্রথম ৮ ম্যাচে মাত্র ১ জয় পাওয়ায় ওল্ড ট্র্যাফোর্ড থেকে বিদায় নিতে হয় তাঁকে।

 

এর আগে আলোনসোর অধীনে লেভারকুসেন কাটিয়েছিল ক্লাব ইতিহাসের সেরা মৌসুম। ২০২৩-২৪ মৌসুমে দলটি প্রথমবারের মতো বুন্দেসলিগা ও কাপ শিরোপা জেতে। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই ফ্লোরিয়ান ভিৎস, গ্রানিত জাকা, জেরেমি ফ্রিমপংয়ের মতো তারকা খেলোয়াড়রা দল ছাড়েন। সেই ধাক্কা সামলাতে পারেননি টেন হাগ।

 

লেভারকুসেন এখনো তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করেনি। টেন হাগ অবশ্য দায়িত্ব নেওয়ার পর ক্লাব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তিন সাইনিং করেছিলেন, মালিক টিলমান, জ্যারেল কুয়ানশা ও বেন সেগিরকে কিনেছিলেন মোট ১০ কোটি ২০ লাখ ইউরো খরচ করে। তবুও মাঠের ফলাফল হতাশাজনক হয়েছে।

 

নিজের প্রথম ম্যাচেই ফ্ল্যামেঙ্গো অনূর্ধ্ব-২০ দলের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিলেন টেন হাগ। আর সর্বশেষ ব্রেমেন ম্যাচে ১০ জনের দল হয়ে যাওয়া প্রতিপক্ষের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২ গোল হজম করে ড্র করতে হয়েছে লেভারকুসেনকে।