শিরোনাম

লিভারপুলের ইতালিয়ান ফুটবলার জিওভানি লিওনি। ছবি: সংগৃহীত।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার বড় শঙ্কায় ইতালি। সামান্য ভুলও তাদের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। সামনে এস্তোনিয়া ও ইসরায়েলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ যেখানে জয় ছাড়া কোনো বিকল্প নেই আজ্জুরিদের সামনে।
এই মিশনকে সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) স্কোয়াড ঘোষণা করেছেন নতুন কোচ জেনারো গাত্তুসো। দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম দল নির্বাচন। এ দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ যাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছেন লিভারপুলে সদ্য যোগ দেওয়া প্রতিশ্রুতিশীল সেন্টার-ব্যাক জিওভানি লিওনি। মাত্র ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে এখনো অভিষেকের অপেক্ষায়।
এছাড়া প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিতো এবং বোলোনিয়ার তরুণ মিডফিল্ডার জিওভানি ফ্যাবিয়ান।
গুরুত্বপূর্ণ দলে ফিরেছেন আতালান্তার স্ট্রাইকার জিয়ানলুকা স্কামাক্কা, যিনি চোট কাটিয়ে ফিরেছেন। আবার বাদ পড়ার পর নতুন করে জায়গা পেয়েছেন রোমার ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি। ইনজুরি সমস্যা নিয়েও স্কোয়াডে রাখা হয়েছে নিউক্যাসেল মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে। সৌদি আরবে খেলা মাতেও রেতেগুইও সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড লাইনে।
বারগামোতে আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) এস্তোনিয়ার বিপক্ষে নামবে ইতালি। তিন দিন পর হাঙ্গেরিতে তাদের প্রতিপক্ষ হবে ইসরায়েল।
বর্তমানে চার ম্যাচ শেষে নরওয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইসরায়েল। অন্যদিকে দুই ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া ইতালির জন্য আসছে দুই লড়াই হয়ে উঠতে পারে বাঁচা-মরার।
ইতালি স্কোয়াড:
গোলরক্ষক: মার্কো কার্নেসেচি, জিয়ানলুইজি দোনারুম্মা, অ্যালেক্স মেরেত, গুগলিয়েলমো ভিকারিও।
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, রিকার্দো ক্যালাফিওরি, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো দিমারকো, ফেদেরিকো গাত্তি, জিওভানি লেওনি, জিয়ানলুকা মানচিনি।
মিডফিল্ডার: নিকোলো বারেলা, জিওভানি ফ্যাবিয়ান, দাভিদ ফ্রেতেসি, ম্যানুয়েল লোকেতেল্লি, নিকোলো রোভেল্লা, সান্দ্রো টোনালি।
ফরোয়ার্ড: ফ্রান্সেস্কো পিও এসপোসিতো, ময়েসে কেন, দানিয়েল মালদিনি, রিকার্দো ওরসোলিনি, মাত্তেও পলিতানো, গিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা, মাত্তিয়া জাক্কাগনি।
আরও পড়ুন: