শিরোনাম

তুরস্কের ক্লাব ফেনারবাচ থেকে বরখাস্ত হলেন হোসে মরিনিয়ো। ছবি: সংগৃহীত।
‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনিয়ো, ফুটবলের বিশ্বে নামটি যেমন সম্মান এবং কৃতিত্বের সঙ্গে যুক্ত, তেমনি বিতর্ক ও চাঞ্চল্যকর ঘটনার সাথেও। এবার তার নামের পাশে নতুন একটি পরিচয় যুক্ত হলো, বরখাস্ত কোচ।
তুর্কি ক্লাব ফেনারবাচের সঙ্গে আলোচনার পর কার্যত সম্পর্ক ছিন্ন হয়েছে পর্তুগিজ কোচের। যদিও বিসিবি ও রয়টার্স সূত্র এ নিয়ে ভিন্নভাবে জানিয়েছে, দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, মরিনিয়ো ফেনারবাচের ডাগআউট থেকে বরখাস্ত হয়েছেন।
ক্লাবের চূড়ান্ত প্রত্যাশা ছিল মরিনিয়ো তার শিষ্যদের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে দেবেন। কিন্তু প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে ফেনারবাচ চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়। এরপরই ক্লাব মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন।
ফেনারবাচ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে জানায়, “আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করে আসছিলেন, তার সঙ্গে আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। দায়িত্ব পালনকালে তার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সফলতা কামনা করি।”
৬২ বছর বয়সী মরিনিয়ো রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যামসহ ইউরোপের ১০টি ক্লাবে কোচিং করেছেন। এর মধ্যে শেষ কয়েকটি ক্লাবেই বরখাস্তের অভিজ্ঞতা রয়েছে। ফেনারবাচের আগে তিনি ছিলেন ইতালির রোমার কোচ।
ফেনারবাচের ডাগআউটে মরিনিয়োর প্রথম মৌসুম মোটেও স্বস্তিদায়ক হয়নি। গত মৌসুমে লিগে শীর্ষস্থান অধিকার করা হয়নি, শিরোপাজয়ী গ্যালাতাসারাইয়ের সঙ্গে তাদের ব্যবধান ১১ পয়েন্ট। ইউরোপা লিগেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়।
২০২৪ সালের ১ জুলাই থেকে ফেনারবাচের দায়িত্ব পালন করা মরিনিয়ো মোট ৬২ ম্যাচে দলের ডাগআউটে ছিলেন। ৩৭টি জয়, ১৪টি ড্র এবং ১১টি পরাজয়, এছাড়া দায়িত্বকাল জুড়ে নানা চাঞ্চল্যকর ঘটনায় জড়িয়ে নিষিদ্ধ ও জরিমানার মুখে পড়েছেন।
আরও পড়ুন: