শিরোনাম

উয়েফা প্রেসিডেন্ট চেলসির সিওও'কে 'উইনিং ইট অল' পুরস্কার দিচ্ছেন। ছবি: সংগৃহীত।
ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখল চেলসি। মহাদেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ, পাঁচটি বড় ট্রফি জিতে তারা এখন আনুষ্ঠানিকভাবে ‘উইনিং ইট অল’। এই অনন্য কীর্তির স্বীকৃতি দিতে উয়েফা বিশেষ এক পুরস্কার তুলে দিল ইংলিশ জায়ান্টদের হাতে।
মোনাকোতে আয়োজিত উয়েফার অনুষ্ঠানে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিনের হাত থেকে এই ট্রফি গ্রহণ করেন চেলসির সিওও জেসন গ্যানন। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত গ্যানন বলেন, ক্লাবের এই অর্জন কেবল ইতিহাসের অংশ নয়, ভবিষ্যতেরও অনুপ্রেরণা। সামনে আরও শিরোপা জয়ের প্রত্যাশাও জানিয়ে দিলেন তিনি।
চেলসির এই সাফল্যের শেষ ধাপ ছিল গত মৌসুমে কনফারেন্স লিগ জয়। এর আগে তাদের ঝুলিতে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ, দুইটি ইউরোপা লিগ, একটি ক্লাব বিশ্বকাপ এবং একটি সুপার কাপ ছিলই। কনফারেন্স লিগ জয় সেই তালিকায় যোগ করে পূর্ণতা দেয় "অল-ইউরোপিয়ান গৌরব"-এর।
তবে সামনে অপেক্ষা আরও বড় চ্যালেঞ্জ। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে পড়তে হয়েছে এক দুর্ধর্ষ গ্রুপে। প্রতিপক্ষের তালিকায় নামী ক্লাবগুলো্ বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, নাপোলি, আয়াক্স, আতালান্তা, বেনফিকা, এমনকি পাফোস ও কারাবাগও। ইউরোপীয় রাতগুলো তাই চেলসির জন্য এক রোমাঞ্চকর লড়াই হয়ে উঠতে চলেছে।
অন্যদিকে একই অনুষ্ঠানে আলো কাড়লেন আরেক কিংবদন্তি, জ্লাতান ইব্রাহিমোভিচ। ফুটবল থেকে অবসরের পরও তার নামের জৌলুস অটুট। উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড হাতে পেলেন সুইডিশ স্ট্রাইকার। ৮৬৬ ম্যাচে ৫১১ গোল, জাতীয় দলের হয়ে আরও ৬২ গোল এবং ক্লাব ও দেশের হয়ে ত্রিশের বেশি শিরোপা, সংখ্যাই বলে দেয় তার কীর্তি কতটা অনন্য। সেফেরিন নিজেই ইব্রাহিমোভিচকে আখ্যা দিলেন “ইতিহাসের সেরা স্ট্রাইকারদের একজন” হিসেবে।
আরও পড়ুন: