হালান্ডের জার্সিতে দেখা যাবে নতুন নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৭:৪০

শেয়ার

হালান্ডের জার্সিতে দেখা যাবে নতুন নাম
ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত।

বর্তমান সময়ের সেরা ফরোয়ার্ডদের তালিকা তৈরি করলে প্রথম সারিতেই আসবেন আর্লিং ব্রট হালান্ড। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে গোল মেশিনের মতো খেলে যাচ্ছেন তিনি। জাতীয় দলেও ভরসার প্রতীক এই নরওয়েজিয়ান। বলা যায়, দেশের ফুটবলে আশা–আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুই হালান্ড। তার ফর্মেই নির্ভর করে নরওয়ের আন্তর্জাতিক সাফল্যের স্বপ্ন।

 

তবে এবার মাঠে নামার আগে একটু ভিন্ন আঙ্গিক নিয়েই হাজির হচ্ছেন এই স্ট্রাইকার। নরওয়ে জাতীয় দলের জার্সির পেছনে শুধু ‘হালান্ড’ নয়, পুরো নাম লিখতে চাইছেন তিনি। অর্থাৎ আগামী ম্যাচগুলোতে সমর্থকেরা দেখতে পাবেন নতুন পরিচয়, ‘ব্রট হালান্ড’। ব্যক্তিগত ব্র্যান্ডের সঙ্গে জাতীয় গর্বের মিশ্রণ, যেন নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই ২৫ বছর বয়সী তারকা।

 

আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব নরওয়ের জন্য গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার ফিনল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা, এরপর ৯ সেপ্টেম্বর গ্রুপ ‘আই’-এর ম্যাচে আতিথ্য দেবে মলদোভাকে। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া ও মলদোভা, অর্থাৎ চ্যালেঞ্জ বেশ বড়। আর নরওয়ের ভরসা, স্বাভাবিকভাবেই, ব্রট হালান্ড।

 

ক্লাব মৌসুমটা তিনি শুরু করেছেন যথারীতি ঝলমলে ফর্মে। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই উলভসের বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। জাতীয় দলের জার্সিতেও সেই ধারাবাহিকতা চান হালান্ড। এখন পর্যন্ত ৪৩ ম্যাচে তার গোল সংখ্যা ৪২, প্রায় প্রতি ম্যাচে এক গোলের  মতো বিস্ময়কর পরিসংখ্যান।

 

কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে নরওয়ের ভাগ্যে এখনো বড় সাফল্য জোটেনি। বিশ্বকাপ কিংবা ইউরোতে খেলাই হয়নি হালান্ডের। তাই এবারের বাছাইপর্ব তার জন্য শুধু একটি টুর্নামেন্টের যোগ্যতা অর্জন নয়, বরং ব্যক্তিগত ইতিহাস বদলে দেওয়ার সুযোগও।