শিরোনাম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ সময় আজ (২৮ আগস্ট) রাত ১০টায় অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে এই আয়োজন, যেখানে নির্ধারিত হবে লিগ পর্বে দলগুলো কোন কোন দলের বিপক্ষে খেলবে।
প্লে-অফ পর্ব শেষে মূল আসরে জায়গা করে নিয়েছে ক্লাব ব্রুগা, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেন। এ নিয়ে চূড়ান্ত হলো ৩৬ দলের তালিকা। এই দলগুলোকে উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে চারটি পটে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও প্রথম পটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
কোন পটে কোন দল
পট ১: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।
পট ২: আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাথলেটিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেটাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগা।
পট ৩: টটেনহাম, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিমিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো, মার্শেই।
পট ৪: কোপেনহেগেন, মোনাকো, গালতাসারাই, ইউনিয়ন সাঁ-জিলোয়া, কারাবাগ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসেল, পাফোস, কাইরাত আলমাতি।
ড্র প্রক্রিয়ার একটি অংশ হবে ম্যানুয়ালি, আর বাকিটা পরিচালিত হবে সফটওয়্যারের মাধ্যমে। প্রথমে প্রথম পট থেকে একটি দলের নাম তোলা হবে এবং সফটওয়্যার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে তারা কোন আটটি দলের বিপক্ষে খেলবে, কোন ম্যাচ ‘হোম’ আর কোনটি ‘অ্যাওয়ে’ হবে সেটিও তখনই নির্ধারিত হবে। এভাবে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পটের প্রতিপক্ষও নির্ধারিত হবে।
তবে ড্রয়ে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। একই দেশের দুটি ক্লাব একে অপরের মুখোমুখি হবে না। প্রতিটি দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে এবং একটি দল সর্বোচ্চ দুটি ভিন্ন দেশের ক্লাবের বিপক্ষে খেলবে।
আরও পড়ুন: