এডারসনের ওপর নির্ভর করছে ম্যানসিটি-দোনারুম্মা নাটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ২১:২০

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ২১:২০

শেয়ার

এডারসনের ওপর নির্ভর করছে ম্যানসিটি-দোনারুম্মা নাটক
(বাঁ থেকে) সিটির গোলরক্ষক এডারসন, পিএসজি গোলরক্ষক দোনারুম্মা। ছবি: সংগৃহীত।

পিএসজি থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। কিন্তু তাঁকে নিয়ে জোর গুঞ্জন থাকলেও ম্যানচেস্টার সিটি আপাতত খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। স্কাই স্পোর্টস জানিয়েছে, সিটি কেবল তখনই দোনারুম্মার দিকে যাবে যদি এডারসনকে হারায়।

 

বর্তমানে সিটির গোলপোস্ট সামলাতে আছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান এডারসন ও নতুন সাইনিং জেমস ট্র্যাফোর্ড। তবে এডারসন চুক্তির শেষ বছরে আছেন এবং তুর্কি ক্লাব গালাতাসারাই তাঁকে দলে ভেড়াতে আগ্রহী। সেক্ষেত্রে যদি এডারসন বিদায় নেন, তবে দোনারুম্মাকে দলে টানতে সক্রিয় হতে পারে সিটি। কিন্তু ইংলিশ ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পরও তুর্কি উইন্ডো খোলা থাকায় পরিস্থিতি কিছুটা জটিল। সিটি ১ সেপ্টেম্বরের পর এডারসন ছাড়তে চাইবে না, কারণ তখন নতুন গোলকিপার আনার সুযোগ থাকবে না।

 

এদিকে, মৌসুম শুরুর আগে অসুস্থতার কারণে প্রথম ম্যাচ মিস করলেও টটেনহামের বিপক্ষে দলে ফিরেছিলেন এডারসন। ম্যাচে শুরু করেছিলেন ট্র্যাফোর্ড, যিনি একটি মারাত্মক ভুল করে সিটির হার নিশ্চিত করেন। এদিকে লুইস এনরিকের অধীনে পিএসজি হঠাৎ নতুন দিকনির্দেশনায় হাঁটায় দোনারুম্মাও ক্লাব সমর্থকদের বিদায় জানিয়ে নিশ্চিত করেছেন নিজের প্রস্থান পরিকল্পনা। তবে সিটির আগ্রহ এখনো প্রাথমিক অনুসন্ধান পর্যায়েই থেমে আছে। পিএসজি ডনারুম্মার জন্য ৩৫–৪৩ মিলিয়ন পাউন্ড চাইছে, যা দিতে রাজি নয় ইংলিশ চ্যাম্পিয়নরা। ব্যক্তিগত শর্তাবলীর ব্যাপারেও কোনো সমঝোতা হয়নি। ফলে আপাতত ডনারুম্মার ভবিষ্যৎ ঝুলে আছে এডারসনের সিদ্ধান্তের ওপরই।