শিরোনাম

ব্রাজিলের ৩৩ বছর বয়সী তারকা ফুটবলার নেইমার। ছবি: সংগৃহীত।
জাতীয় দলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন কি আবারও পিছিয়ে গেছে? ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ইনজুরির কারণে এই সুপারস্টার আগামী সপ্তাহের বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে দলের স্কোয়াডে থাকছেন না।
৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে শেষ কয়েকটি ম্যাচে প্রথম একাদশে খেলেছেন। জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকলেও নতুন ইনজুরির কারণে সেই আশা স্থগিত হলো। নেইমার গত বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন এবং পরের দুই দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। তাঁর ঊরুতে ফোলা দেখা দিয়েছে। যদিও ধারণা করা হচ্ছে এটি গুরুতর নয়।
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছে, এই বিষয়ে তারা ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে। তবে গণমাধ্যমের অনুসন্ধানে সিবিএফ জানিয়েছে, ক্লাব থেকে আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে আসেনি। শুক্রবার ও শনিবার নেইমার কেবল জিমে কাজ করেছেন এবং হাঁটার সময়ও ব্যথার কথা বলেছেন।
জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সোমবার (২৫ আগস্ট) চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করবেন। যদিও নেইমারের স্কোয়াডে জায়গা দেওয়া নিয়ে আর সম্ভাবনা কম, তবে জাতীয় দল চাইলে তাকে পরীক্ষা করে দলে নিতে পারবে। সান্তোসের পক্ষ থেকে এই সপ্তাহের প্রথম দিকে নেইমারকে বিশ্রাম দেওয়া হবে। আগামী রোববার ভিলা নোভা দে গাইয়ায় ফ্লুমিনেন্সের বিপক্ষে তিনি ক্লাবের হয়ে খেলতে পারেন, তবে ম্যাচের আগে তাকে নতুন করে পরীক্ষা করা হবে।
নেইমার জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের ১৭ অক্টোবরের উরুগুয়ের বিপক্ষে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির পর থেকে। যদি সোমবারও তাকে দলে না নেওয়া হয়, তবে জাতীয় দলে তার অনুপস্থিতি দুই বছর পূর্ণ হবে।
আরও পড়ুন: