শিরোনাম

নাপোলির জার্সিতে অভিষেক গোল উদযাপন করছেন ডি ব্রুইনা। ছবি: সংগৃহীত।
সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি নতুন মৌসুম শুরু করলো স্বপ্নময় এক জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচেই সাসসুওলোর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে গ্লি আজ্জুরিরা। নাপোলির হয়ে অভিষেক ম্যাচেই ফ্রি কিক থেকে গোল করে আলোচনায় এসেছেন বেলজিয়ান মিডফিল্ড জাদুকর কেভিন ডি ব্রুইনা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে নাপোলি। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে সাসসুওলোর রক্ষণভাগকে। গোলের খাতা খোলার জন্য অপেক্ষা করতে হয়নি বেশি সময়। ম্যাচের ১৭তম মিনিটেই স্কট ম্যাকটোমিনের গোলে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। মাঝমাঠ থেকে উঠে আসা এই স্কটিশ মিডফিল্ডারের শট ঠেকানোর সুযোগ পাননি প্রতিপক্ষ গোলরক্ষক। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাপোলি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নাপোলি। ৫৭তম মিনিটে আসে ম্যাচের দ্বিতীয় গোল। এদিন অভিষেক ম্যাচ খেলতে নামা সাবেক ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা ফ্রি কিক থেকে বল তুলে দেন ডি-বক্সে। উদ্দেশ্য ছিল সতীর্থদের মাথা খুঁজে পাওয়া। তবে তার সেই বল কারও গায়ে না লেগে সরাসরি জালে জড়ায়। প্রতিপক্ষ গোলরক্ষকও বলের ফাঁদে পা দিয়ে ভুল করে বসেন। ভাগ্য সহায় হলো ডি ব্রুইনার, আর নাপোলি পায় নিরাপদ ২-০ গোলের লিড। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। জয় দিয়ে মৌসুম শুরু করে চ্যাম্পিয়নরা।
এদিকে নাপোলি যখন মৌসুমের প্রথম ম্যাচে জয় উদযাপন করছে, তখন ইতালির আরেক জায়ান্ট এসি মিলানের শুরুটা হলো তিক্ততায় ভরা। দ্বিতীয় বিভাগ থেকে সদ্য উঠে আসা ক্রিমোনিজের বিপক্ষে ২-১ গোলের হার নিয়ে মৌসুম শুরু করলো রোসোনেরিরা।
ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি এসি মিলান। আক্রমণে ধার ছিল না, মাঝমাঠও ছিল এলোমেলো। মিলানের জার্সিতে অভিষেক হলো অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের। তবে এদিন নিজেকে মেলে ধরতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদের এ কিংবদন্তি। গোল বা অ্যাসিস্ট, কোনোটিই তার পায়ে লেখা হলো না। ফলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন: