শিরোনাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা। ছবি:সংগৃহীত।
গত মাসে সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতার অকাল মৃত্যুতে শোকাহত হয়েছিল গোটা ফুটবল দুনিয়া। সেই আবেগকে পুঁজি করেই একদল প্রতারক খুলেছিল ‘জোতা ফাউন্ডেশন’। নাম ও আবেগের জোরে কয়েক দিনের মধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে তারা হাতিয়ে নেয় অন্তত ৬৪ হাজার ২৫০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ লাখ ৪০ হাজার টাকা।
জোতার মৃত্যুর মাত্র তিন দিন পর আত্মপ্রকাশ করে এই ভুয়া সংস্থা। তাদের সকল কার্যক্রম চলত diogojotafoundation.org ওয়েবসাইটের মাধ্যমে। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করার জন্য সেখানে ব্যবহৃত হয়েছিল লিভারপুল এফসি, ইউনিসেফ, অ্যালিয়ানজ এবং পর্তুগিজ এনজিও প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্টের লোগো। এমনকি জোতা ও তার পরিবারের ছবিও বসানো হয় সাইটটিতে।
অনুদান চাওয়ার ভঙ্গিও ছিল চতুর। ওয়েবসাইট দেখে সহজেই মনে হয়েছে, প্রয়াত জোতার পরিবারকে সহায়তা কিংবা যুব উন্নয়নে লিভারপুল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। সেই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়েই বিপুল অর্থ তুলতে সক্ষম হয় প্রতারকচক্র।
তবে বুধবার রাত থেকে হঠাৎ ওয়েবসাইট উধাও হয়ে যায়। তখনই ফাঁস হয় পুরো কেলেঙ্কারি। তদন্তে উঠে এসেছে, সংস্থাটির সঙ্গে লিভারপুল, জোতার পরিবার বা অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এমনকি ব্রিটিশ চ্যারিটি কমিশনে দাতব্য সংস্থা হিসেবে নিবন্ধনের আবেদনও করা হয়নি তাদের।
বিষয়টি জানাজানি হওয়ার পর ভুয়া ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে সতর্ক করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন: