বিশ্বকাপ ট্রফি নিজের কাছেই রাখতে চান ডোনাল্ড ট্রাম্প 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৪:৪৮

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১৪:৫০

শেয়ার

বিশ্বকাপ ট্রফি নিজের কাছেই রাখতে চান ডোনাল্ড ট্রাম্প 
ওভাল অফিসে বিশ্বকাপ ট্রফি হাতে ট্রাম্পের রসিকতা। ছবি: সংগৃহীত

ওভাল অফিসে ফ্রেমের মাঝে ট্রফি ঝুলছে, আর ট্রাম্পের চোখে আগুন। ট্রাম্পের আবদার, বিশ্বকাপ ট্রফি যেন তাঁর ব্যক্তিগত সংগ্রহের অংশ হোক। “আমি কি এটা রেখে দিতে পারি?”, বলেই তিনি ট্রফির ওপর ঝাঁপিয়ে পড়লেন। দুর্ঘটনামূলকভাবে হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেও, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইনফান্তিনো এক হাত দিয়ে আটকান। পরে ট্রাম্প বলেন, “সুন্দর একখণ্ড সোনা।”

 

গত জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে চেলসির জয়, ট্রাম্প মূল ট্রফি ওভাল অফিসে রাখার ঘটনা ঘটিয়েছিলেন। তিনি জানান, ফিফার পক্ষ থেকে রেপ্লিকা দেওয়া হয়েছে, আসল ট্রফি নিরাপদে আছে। নতুন ট্রফি বানানো হবে।

 

ট্রাম্প বলেন, “এটা বেশ ভারী। সুন্দর একখণ্ড সোনা”। ইএসপিএন জানিয়েছে, এমন দৃশ্য সাধারণ নয়; ওভাল অফিসে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন, আর ট্রাম্পের আগ্রহ মিশে গেছে এক টুকরো সিনেমার মত।

 

ড্র অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে দেখিয়ে দিলেন, তিনিই সর্বেসর্বা। ইনফান্তিনো হালকা হাসি দিয়ে বলেন, “বেশ মজার প্রস্তাব।” কেবল ট্রফিই নয়, ড্রতেও উত্তেজনা, ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, ওয়াশিংটনের কেনেডি সেন্টারে।

 

২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে। ৩২ দলের পুরোনো ফরম্যাটের দিন শেষ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত টুর্নামেন্ট চলবে, মোট ১৬টি ভেন্যুতে, যেখানে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়।

 

ড্রয়ে ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ৪টি দল থাকছে, শীর্ষ দুই দল এবং তৃতীয় স্থানের সেরা আটটি দল উঠবে নকআউট পর্বে। ইতিমধ্যে ১০টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।