শিরোনাম

কাতার বিশ্বকাপে মেসিদের ঐতিহাসিক ট্রফি জয়ের মুহূর্ত। ছবি: সংগৃহীত।
ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর, লিওনেল মেসিদের ভারত সফর চূড়ান্ত হয়েছে।! অনেক দিন ধরে ধুলোবালি পড়ে থাকা অযাচিত অনিশ্চয়তা এবং আইনি টানাপোড়েনের পর অবশেষে সম্মতি মিলেছে আর্জেন্টিনা জাতীয় দলের। আগামী নভেম্বরে ফিফা উইন্ডোর সময়ে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি, তবে মেসির উপস্থিতি নিশ্চিত হওয়ায় ফুটবল ভক্তদের উত্তেজনা চরমে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার (২২ আগস্ট) জানিয়েছে যে, নভেম্বরের ফিফা উইন্ডোতে মোট তিনটি ম্যাচ খেলবে তারা। এর মধ্যে একটি ভারতে, আর বাকি দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার লুয়ান্ডায়।
এটাই ভারতের মাটিতে আর্জেন্টিনার প্রথম সফর নয়। ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল মেসিরা। তবে এবার উন্মাদনা আরও বেশি, বিশেষ করে ২০২২ বিশ্বকাপের পর বাংলাদেশের, ভারতের এবং উপমহাদেশীয় দেশগুলোর অসাধারণ সমর্থনের কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন আর্জেন্টিনা দলের কৃতজ্ঞতা প্রকাশের পোস্টে বলা হয়েছিল, “ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, ধন্যবাদ পাকিস্তান… আপনারা অসাধারণ সমর্থন দিয়েছেন।”
এর পরই কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমান আনুষ্ঠানিকভাবে দলকে আমন্ত্রণ জানান। দীর্ঘ প্রক্রিয়ার পর কেরালা সরকার এবং ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ‘রিপোর্টার’ চুক্তি সম্পন্ন করে। যদিও কিছুদিন আগে সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এএফএর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কেরালা সরকারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তোলেন।
তবে ৫ অগাস্ট রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন নিশ্চিত করেন যে, ১৩০ কোটি রুপি পরিশোধ সম্পন্ন এবং চুক্তি নিশ্চিত। শুক্রবার এএফএ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে ভারতের কেরালায় একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া মেসি ব্যক্তিগত সফরে ডিসেম্বর মাসে ভারতে আসবেন। কলকাতা দিয়ে সফর শুরু করে তিনি মুম্বাই, আহমেদাবাদ ও দিল্লি ভ্রমণ করবেন। ফলে ভারতীয় ফুটবল ভক্তরা শুধু আর্জেন্টিনার ম্যাচ দেখবেন না, একই সঙ্গে বিশ্বের সেরা ফুটবলার মেসিকে সরাসরি দেখার সুযোগ পাবেন।
ভারতে মেসির আগমন শুধু ম্যাচ নয়, এটি পুরো উপমহাদেশে ফুটবল উন্মাদের জন্য এক মহাপ্রসঙ্গ। কেরালার মাটিতে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দল যখন নামবে, সেই দিন ফুটবলপ্রেমীরা নিশ্চিতভাবে নতুন ইতিহাসের সাক্ষী হবেন।
আরও পড়ুন: