কেইনের হ্যাটট্রিক, বড় জয়ে বায়ার্নের মৌসুম শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১২:১২

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১৪:২৮

শেয়ার

কেইনের হ্যাটট্রিক, বড় জয়ে বায়ার্নের মৌসুম শুরু
বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ছবি: সংগৃহীত। 

ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। বায়ার্ন মিউনিখের জার্সিতে নবমবারের মতো হ্যাটট্রিক করেছেন তিনি। আর তার এই দুর্দান্ত পারফরম্যান্সে আরবি লাইপজিগকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে মৌসুমের শুরুটা চমকপ্রদ করেছে জার্মান জায়ান্টরা।

 

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (২২ আগস্ট) খেলতে নামে বায়ার্ন। ম্যাচের আগে দলের ছোট স্কোয়াড নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফরোয়ার্ড হারানোয় চাপে ছিল বাভারিয়ানরা। তবে মাঠে নামার পর সেই চাপ একেবারে উড়ে যায়। শুরুর থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন।

 

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। ২৭ মিনিটে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসে দারুণ এক শটে ডেডলক ভাঙেন। এরপর লিভারপুল থেকে নতুন আসা লুইস দিয়াজ ৩৩ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির তিন মিনিট আগে আবারও গোল করেন ওলিসে। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে।

 

তবে দ্বিতীয়ার্ধে ছিল হ্যারি কেইনের শো। বিরতির পর ৬৪ মিনিটে তিনি গোলের দেখা পান। এরপর ৭২ ও ৭৭ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাত্র ১৪ মিনিটে এই তিন গোল করে তিনি লিখলেন ইতিহাসও। মৌসুমের প্রথম ম্যাচে এত দ্রুত হ্যাটট্রিক সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭১ সালে, যখন শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার মাত্র ১২ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

 

কেইনের এই হ্যাটট্রিক ছিল বায়ার্নের জার্সিতে নবম। টটেনহ্যাম থেকে ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে গোল করছেন। এবারও তার ঝড়ো ফিনিশিংয়ে জয় পায় বায়ার্ন। শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন তিনি।

 

পরিসংখ্যানেও পুরোপুরি আধিপত্য ছিল বায়ার্নের। ৬৩ শতাংশ সময় বল দখলে রাখে তারা। ১৯টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে লাইপজিগকে খুব বেশি সুযোগই দেয়নি বাভারিয়ানরা। শেষ পর্যন্ত ৬-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে প্রতিপক্ষ।