বিশ্বকাপ ফুটবল ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১১:৫২

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১৪:২৪

শেয়ার

বিশ্বকাপ ফুটবল ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প
হোয়াইট হাউজে বিশ্বপকাপ ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত। 

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বিখ্যাত কেনেডি সেন্টারকে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সহসভাপতি জেডি ভ্যান্স।

 

আগামী বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আসরটি আয়োজন করবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট, যেখানে মোট ১৬টি ভেন্যুতে খেলা হবে, ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোয় এবং ২টি কানাডায়।

 

বিশ্বকাপ ড্র অনুষ্ঠান নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। ইএসপিএন জানিয়েছিল, অনুষ্ঠানটি লাস ভেগাসে হতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কেনেডি সেন্টারেই, যেটি পারফর্মিং আর্টস ভেন্যু হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও ট্রাম্প। তাই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে কৌতূহল তৈরি হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “এটা সবচেয়ে বড়, সম্ভবত খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট।” এ সময় ইনফান্তিনো বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন হোয়াইট হাউসে, যা সাধারণত খুব কম দেখা যায়। মজার ব্যাপার হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ট্রফিটি হাতে নিয়েই বলেন, “এটা বেশ ভারী।” পরে ভুলবশত হাত ফসকালে ইনফান্তিনো তা ধরে ফেলেন। ট্রাম্প হাসতে হাসতে মন্তব্য করেন, “সুন্দর একখণ্ড সোনা।” এমনকি তিনি মজা করে ট্রফিটি ওভাল অফিসে রেখে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

 

ফিফা সভাপতি জানান, ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে এবং অন্তত ১০০ কোটি দর্শক এটি দেখবেন। এবারের আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটিকে ইনফান্তিনো তুলনা করেন ১০৪টি সুপার বোলের সঙ্গে।

 

কিছু পুরোনো কুসংস্কারও সামনে এসেছে। বলা হয়, ট্রফি মাঠে জেতার আগে ছোঁয়া দুর্ভাগ্য বয়ে আনে। এ প্রসঙ্গে ইনফান্তিনো মনে করিয়ে দেন, কেবল বিজয়ীরাই এটি ছুঁতে পারেন। তবে ট্রাম্পকে ব্যতিক্রম হিসেবে দেখানো হয়। ইনফান্তিনো বলেন, “যেহেতু আপনিও একজন বিজয়ী, আপনিও ছুঁতে পারেন।”

 

ডিসেম্বরে অনুষ্ঠেয় ড্রতে ৪৮ দলের মধ্যে ৪২টি নিশ্চিত হয়ে যাবে। বাকি ছয়টি দল মার্চে প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। দলগুলোকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। সেখান থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল যাবে নকআউট পর্বে।

 

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে।