প্রিমিয়ার লিগে ফিরলেন অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৩:৪৫

আপডেট: ২২ আগস্ট, ২০২৫ ১৩:৪৬

শেয়ার

প্রিমিয়ার লিগে ফিরলেন অলিম্পিকজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার
জুভেন্টাস থেকে নটিংহ্যাম ফরেস্টে এলেন লুইস। ছবি: সংগৃহীত। 

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডোগলাস লুইস আবার ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে ফিরলেন। জুভেন্টাস থেকে ঋণ চুক্তির মাধ্যমে এই ২৭ বছর বয়সী খেলোয়াড় নটিংহ্যাম ফরেস্টের হয়ে মৌসুমের বাকি সময় খেলবেন। চুক্তিতে রয়েছে আগামী মৌসুমে তাকে স্থায়ীভাবে দলে অন্তর্ভুক্ত করার শর্তও।

 

লুইস ইংলিশ ফুটবলে একটি পরিচিত নাম। তিনি আগে ম্যানচেস্টার সিটি দলে থাকলেও ওয়ার্ক পারমিট জটিলতার কারণে সেখানে খেলতে পারেননি। ২০১৬ সালে নিজের দেশে ক্লাব ভাস্কো দা গামার একাডেমি থেকে পেশাদার ফুটবলে পা রাখেন লুইস। পরের বছর পাঁচ বছরের চুক্তিতে তাকে ম্যানচেস্টার সিটি দলে নাম লিখায়, কিন্তু ওয়ার্ক পারমিট না থাকায় খেলতে না পেরে জিরোনায় ঋণে পাঠানো হয়। পরের মৌসুমেও একই কারণে স্প্যানিশ ক্লাবে খেলেন তিনি।

 

২০১৯ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর অবশেষে ওয়ার্ক পারমিট পান লুইস। সেখানে দ্রুত গুরুত্বপূর্ণ মিডফিল্ডারের ভূমিকায় আবির্ভূত হন। ২০২২ সালে লিগ কাপে ও প্রিমিয়ার লিগে সরাসরি কর্নার থেকে দুটি গোল করে সমর্থক এবং ফুটবলারদের মন জয় করেন। ২০২২-২৩ মৌসুমে ক্লাবের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরের মৌসুমে ১০টি গোল এবং ১০টি অ্যাসিস্টের মাধ্যমে আবারো দারুণ পারফর্ম করেন।

 

এই পারফরম্যান্সের কারণে জুভেন্টাস তার প্রতি নজর রাখে এবং ২০২৩ সালের জুনে ৫ বছরের চুক্তিতে ৫ কোটি ইউরোতে তাকে দলে অন্তর্ভুক্ত করে। কিন্তু ইতালীয় ক্লাবে লুইস খুব বেশি সুযোগ পাননি এবং নিয়মিত খেলতে পারেননি। সেই কারণে এবার প্রিমিয়ার লিগে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নটিংহ্যাম ফরেস্টের জন্য লুইসের আগমন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলের মিডফিল্ডে তার অভিজ্ঞতা ও খেলার ধরন টিমকে মৌসুমের বাকি ম্যাচগুলোতে শক্তিশালী করতে সহায়তা করবে। ঋণ চুক্তির মাধ্যমে নেওয়া হলেও, আগামী মৌসুমে স্থায়ীভাবে দলে অন্তর্ভুক্ত করার শর্ত থাকায় ক্লাবের জন্য এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

ব্রাজিল জাতীয় দলের হয়ে লুইস এখনও পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া দলের সদস্য ছিলেন তিনি। একই বছর অলিম্পিকস ফুটবলে সোনা জয়ের স্বাদও পেয়েছিলেন। আন্তর্জাতিক স্তরে তার এই অভিজ্ঞতা নটিংহ্যাম ফরেস্টকে নতুন মাত্রা দিতে পারে।