শিরোনাম

নাটকীয় জয়েও নিষেধাজ্ঞার শঙ্কায় মাশ্চেরানো। ছবি: সংগৃহীত।
লিগস কাপের সেমিফাইনালে উঠলেও ম্যাচ শেষে আনন্দে ভাটা পড়েছে ইন্টার মায়ামির শিবিরে। কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএনএলকে হারানোর পর লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছে কোচ হাভিয়ের মাশ্চেরানোকে। নিয়ম অনুযায়ী সেমিফাইনালে তিনি থাকছেন না, আর শঙ্কা আছে, নিষেধাজ্ঞা তিন ম্যাচ পর্যন্ত গড়াতে পারে।
কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএনএলকে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ হারায় মায়ামি। লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের পেনাল্টি গোল নিশ্চিত করে দলের অগ্রযাত্রা। তবে এর আগেই ম্যাচে উত্তেজনা তৈরি হয়। যোগ করা সময় নিয়ে তর্কে জড়ান মাশ্চেরানো, আর সেখান থেকেই আসে লাল কার্ড।
প্রথমার্ধে চার মিনিট যোগ হওয়ার কথা থাকলেও খেলা চলে ছয় মিনিটের বেশি। এ নিয়েই রেফারিকে প্রশ্ন তুলেছিলেন মাশ্চেরানো। পরবর্তীতে সহকারী কোচ জাভি মোরালেস বলেন, “আমরা কেবল সময়ের অসঙ্গতি নিয়ে আপত্তি জানিয়েছিলাম। এর বাইরে কিছু নয়। অথচ এজন্যই রেফারি মাশ্চেরানোকে মাঠ ছাড়তে বাধ্য করলেন।”
লাল কার্ড পাওয়া কোচ খেলা দেখতে পারেন, তবে ডাগআউটে নির্দেশনা দেওয়া নিষিদ্ধ। কিন্তু মাশ্চেরানো নিয়ম ভেঙেছেন, ভিআইপি আসনে বসে সহকারী কোচদের নির্দেশ দিয়েছেন এবং এক পর্যায়ে ফোনেও যোগাযোগ করেছেন। টেলিভিশনের ফুটেজে সেই দৃশ্য ধরা পড়ায় শাস্তি আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখন নিশ্চিত, সেমিফাইনালে মায়ামির ডাগআউটে থাকছেন না মাশ্চেরানো। তবে নিষেধাজ্ঞা যদি তিন ম্যাচে গিয়ে ঠেকে, তাহলে লিগস কাপে দলের পরিকল্পনায় বড় ধাক্কাই অপেক্ষা করছে।
আরও পড়ুন: