জর্জিনাকে ‘ভুল আংটি’ দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৫:২৩

শেয়ার

জর্জিনাকে ‘ভুল আংটি’ দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো
জর্জিনার বাগদানের আংটিতে ‘ভুল’ ধরছেন গয়নাবিশেষজ্ঞ। ছবি: সংগৃহীত।

ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের দীর্ঘ ৯ বছরের সম্পর্ক অবশেষে বিয়ের দিকে এগোচ্ছে। গত ১১ আগস্ট জর্জিনা নিজের হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটির ছবি প্রকাশ করেন। তবে গয়নাবিশেষজ্ঞদের মতে, এটি ‘ভুল আংটি’!

 

স্প্যানিশ গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তকে বলেছেন, “রোনালদোর দেওয়া আংটি অনেক বড় এবং ভারী। প্রায় ৪০ ক্যারেটের পাথরটি আঙুলে অসুবিধাজনক। এটি মূলত নেকলেস বা বিশেষ অনুষ্ঠানের জন্য তৈরি ককটেল রিং। প্রতিদিন পরার জন্য উপযুক্ত নয়।”

 

তিনি আরও বলেন, “বাগদানের আংটিতে সাধারণত হোয়াইট বা হলুদ সোনা ব্যবহার হয়। সেটি আরামদায়ক হতে হবে, যাতে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে প্রতিদিন পরা যায়। এই আংটিটি দেখতে সুন্দর হলেও দৈনন্দিন ব্যবহার বা নড়াচড়ায় সমস্যা তৈরি করে।”

 

ককটেল রিং ও বিয়ের আংটিতে মূল পার্থক্য এই, বাগদানের আংটি সাধারণত ছোট, আরামদায়ক এবং দৈনন্দিন পরার উপযোগী। ককটেল আংটি বড়, দৃষ্টি আকর্ষণী এবং বিশেষ কোনো অনুষ্ঠানে মনোযোগ টানার জন্য। এর উৎপত্তি যুক্তরাষ্ট্রে; নারীরা বিশেষ অনুষ্ঠানে এই আংটি পরতেন।

 

রোনালদো নিজেও দীর্ঘদিন ধরেই বিয়ের ইঙ্গিত দিয়েছেন। জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে তিনি বলেছেন, “যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।” অবশেষে সেই মুহূর্ত এসেছে।

 

জর্জিনা আংটিটি হাতে পরে ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।” ছবির প্রকাশের পরই ফ্যানদের মধ্যে আংটির ওজন ও মূল্য নিয়ে জল্পনা শুরু হয়। বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০–১৫ ক্যারেটের মধ্যে এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

 

রোনালদো শুধু আংটি দিয়েই সীমাবদ্ধ থাকেননি। স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমান জানান, তিনি জর্জিনাকে একটি পোরশে গাড়ি উপহার দিয়েছেন। এছাড়া দুইটি দামি ঘড়ি এবং দুই বিখ্যাত ডিজাইনারের পোশাকও উপহার দিয়েছেন, যার মোট মূল্য ৮০ হাজার ইউরোর বেশি।