মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ লুইস সুয়ারেজের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৪:০৬

আপডেট: ২০ আগস্ট, ২০২৫ ১৪:১২

শেয়ার

মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ লুইস সুয়ারেজের
মেসির সঙ্গেই অবসর নিতে চান সুয়ারেস। ছবি: সংগৃহীত।

বার্সেলোনার সময় থেকেই লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে, যা সময়ের সঙ্গে আরও মজবুত হয়ে ওঠে। ছয় বছরের সতীর্থতার পথচলায় শুধু মাঠেই নয়, পরিবারিকভাবে ও দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০২০ সালে বার্সেলোনা ছাড়ার পরও সুয়ারেস মেসির সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন।


বর্তমানে ইন্টার মায়ামিতে দুইজন একই ঠিকানায় রয়েছেন এবং ক্যারিয়ারের শেষটা একসঙ্গে কাটানোর ইচ্ছা জানিয়েছেন সুয়ারেস। ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, “আমার মনে হয়, ক্যারিয়ারের এই পর্যায়ে আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। আমরা নিজেদের জন্য সেরা সিদ্ধান্ত নেব।” তিনি আরও যোগ করেছেন, “এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, তবে মেসির সঙ্গে অবসর নেওয়া হলে ভালো লাগবে। বেশ কয়েক বছর ধরেই আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি।”


তবে তিনি একসঙ্গে অবসরের নিশ্চয়তা দেননি। তার ভাষায়, “এটা হতে পারে, তেমনি অনেক কিছু নির্ভর করবে চুক্তি নবায়ন, আমার চুক্তি, এবং অন্যান্য পরিস্থিতির ওপর। আমরা দুজনই চাইব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে।”


সুয়ারেস বর্তমানে ভবিষ্যতের চিন্তায় নয়, বরং বর্তমানের আনন্দে ডুবে থাকতে চান। “আমি এখন খুশি, দলকে সহায়তা করছি, ক্লাব ও লিগ উভয়ই ভালোভাবে এগোচ্ছে। মৌসুম শেষ পর্যন্ত যা হবে, দেখব।”


ফুটবলে পরিকল্পনা সবসময় পরিবর্তনশীল। সুয়ারেস ও মেসি দুজনেই বুঝেছেন, বর্তমান মুহূর্তে মাঠের আনন্দ উপভোগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া হবে সময়মতো।