শিরোনাম

৯ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের পথে রোনালদো। ছবি: সংগৃহীত।
নয় বছরের টানা প্রেম, উত্থান-পতনের সাক্ষী, একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত। অবশেষে সেই দীর্ঘ পথচলায় এল নতুন মোড়। জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলের মহাতারকা যে শুধু বলের জাদুকর নন, প্রেমিক হিসেবেও যে আবেগী, তার প্রমাণ যেন মেলে এই সিদ্ধান্তেই।
প্রস্তাবের উত্তর অবশ্য রহস্যে ঢাকা ছিল না। ঝলমলে আংটি হাতে ছবি দিয়ে ইনস্টাগ্রামে সবাইকে জানিয়ে দিয়েছেন জর্জিনা তিনি ‘হ্যাঁ’ বলেছেন। ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। রোনালদো ভক্তরা যেন একটাই প্রশ্নে ব্যস্ত তাহলে কবে বাজবে বিয়ের সানাই?
কৌতূহল মেটাতে সামনে এলেন স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমান। দি কোরাজোনে শো-তে তিনি জানালেন, শুধু আংটিই নয়, জর্জিনাকে রোনালদো দিয়েছেন একগুচ্ছ দামী উপহার। একটি পোর্শ গাড়ি, দুটি মূল্যবান ঘড়ি এবং নামিদামি ডিজাইনারের পোশাক, সব মিলিয়ে কয়েক লাখ ইউরোর উপহার। যেন প্রেমের সঙ্গে বিলাসিতারও জাঁকজমক মিশে আছে।
তবে বিয়ের তারিখ নিয়ে এখনো গোপনীয়তার দেয়াল তুলেছেন রোনালদো। গুজমান বললেন, পরিকল্পনা আছে, কিন্তু সবই গোপন। ভেতরের খবর অনুযায়ী, বিয়ে হবে ২০২৬ সালের জুলাইয়ের পর। কারণ রোনালদো চান বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে। বয়স হবে ৪১, আর তার পরই জীবনের আরেক অধ্যায়ে প্রবেশ করতে চান তিনি।
বিয়ের ভেন্যু নিয়েও গুঞ্জন থামছে না। শোনা যাচ্ছে, আয়োজন হতে পারে পর্তুগালেই। দেশের মাটিতেই জীবনের বড়ো দিনের উৎসব আয়োজন করে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে একই সুতোয় গেঁথে ফেলতে চাইছেন রোনালদো।
আরও পড়ুন: