শিরোনাম
.jpg)
বিশ্বকাপ বাছাইয়ে পূর্ণশক্তি নিয়ে নামছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত।
২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবু বাছাইপর্বের ম্যাচগুলোতে কোনও ছাড় দিতে রাজি নন লিওনেল স্কালোনি। আগামী সেপ্টেম্বরের ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে ম্যাচ ঘিরে সোমবার (১৮ আগস্ট) ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। অনুমিতভাবেই এই দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি।
দলটিতে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ এবং কিছু প্রত্যাবর্তন। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেস। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এ মৌসুমে খেলেছেন ৪২ ম্যাচ, করেছেন ১৫ গোল, গোল বানিয়েছেন আরও চারটি। অন্যদিকে লম্বা সময় পর ফিরেছেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি। হাঁটুর গুরুতর ইনজুরির কারণে প্রায় এক বছর বাইরে থাকার পর ফেরার পর এটিই তার সবচেয়ে বড় অর্জন। আর্জেন্টিনার হয়ে এর আগে তিনি খেলেছেন তিনটি ম্যাচ।
ফেরার তালিকায় আরও আছেন হুলিও সোলের, আলান ভারেলা, ক্লাউদিও এচেভেরি, গন্সালো মন্তিয়েল এবং মার্কোস আকুনা। তবে দলে রাখা হয়নি ভালেন্তিন বার্কো ও নিকোলাস দমিনগেসকে। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এন্সো ফের্নান্দেসও স্বাভাবিকভাবেই নেই স্কোয়াডে। আর চোট ও ফর্মহীনতায় এবারও বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।
আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর কুইটোতে মুখোমুখি হবে একুয়েডরের। এরই মধ্যে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে মেসির দল। সমান নিশ্চিত বিশ্বকাপ টিকিট হাতে নিয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে একুয়েডর। ১৮ পয়েন্ট সংগ্রহে ভেনেজুয়েলা রয়েছে সপ্তম স্থানে।
এই অঞ্চলের নিয়ম অনুযায়ী শীর্ষ ছয় দল সরাসরি যাবে বিশ্বকাপে।
আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হুয়ান ফইথ (ভিয়ারেয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলান ভারেলা (পোর্তো), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস পাস (কোমো), ভালেন্তিন কার্বোনি (জেনোয়া)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), ক্লাউদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরা)।
আরও পড়ুন: