ইউনাইটেডের হয়লুনকে দলে টানতে এসি মিলানের আগ্রহ প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ২০:৫১

শেয়ার

ইউনাইটেডের হয়লুনকে দলে টানতে এসি মিলানের আগ্রহ প্রকাশ
হয়লুনকে দলে ভেড়াতে চাইছে এসি মিলান। ছবি: সংগৃহীত। 

ম্যানচেস্টার ইউনাইটেডে আসার সময় রাশমুস হয়লুনকে ঘিরে প্রত্যাশার কমতি ছিল না। সম্ভাবনাময় ডেনিশ ফরোয়ার্ডকে ঘিরে ওল্ড ট্র্যাফোর্ড যেন সাজিয়েছিল নতুন আক্রমণভাগের স্বপ্ন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই স্বপ্ন এখন অনেকটাই ম্লান। কোচ হুবেন আমুরি আস্থা হারিয়েছেন তার ওপর, আর ক্লাবও নাকি প্রস্তুত তাকে ছেড়ে দিতে। ঠিক এমন সময় ইতালির ক্লাব এসি মিলান এগিয়ে এসেছে তাকে ফের সেরি আতে ফিরিয়ে আনার ইচ্ছা নিয়ে।

 

আর্সেনালের বিপক্ষে রোববার (১৭ আগস্ট) মৌসুমের প্রথম ম্যাচেই হয়লুনের অনুপস্থিতি যেন সব প্রশ্নের জন্ম দিয়েছে। ঘরের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে কোচ আমুরি আক্রমণভাগ সাজিয়েছিলেন নতুন কেনা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া ও ক্যামেরুনের ব্রায়ান এমবুমোকে নিয়ে। বদলি হিসেবেও নামানো হয়নি ডেনিশ স্ট্রাইকারকে। স্লোভেনিয়ার বেনিয়ামিন সেসকো সেখানে সুযোগ পান, কিন্তু হয়লুনকে বেঞ্চেই রাখেননি কোচ।

 

মাত্র এক বছর আগেই ২০২৩ সালে আতালান্তা থেকে ৭ কোটি ২০ লাখ পাউন্ড খরচ করে হয়লুনকে দলে এনেছিল ইউনাইটেড। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিন্তু শুরুটা প্রত্যাশার মতো হয়নি। শুরুতে গোল খুঁজে ফিরলেও মাঝখানে কয়েক ম্যাচে আলো ছড়িয়েছিলেন তিনি। এরপর আবারও ফর্মহীনতায় ঢেকে যায় তার ক্যারিয়ার।

 

প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হয়ে এ পর্যন্ত ৬২ ম্যাচে নামলেও গোল পেয়েছেন মাত্র ১৪টি। ফরোয়ার্ড হিসেবে এই সংখ্যাটিই তার ওপর চাপ বাড়িয়েছে সবচেয়ে বেশি। নতুন কোচ আমুরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একাদশে জায়গা পেতে হলে তাকে লড়াই করেই ফিরতে হবে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, প্রয়োজনে তাকে ছাড়তেও প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড।

 

এমন সময়ে ইতালির ক্লাব এসি মিলান আগ্রহ প্রকাশ করেছে হয়লুনকে দলে টানার। রোববার (১৭ আগস্ট) মিডিয়াসেটকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে বলেন, “হয়লুন আমাদের জন্য ভালো বিকল্প। আমরা তাকে দলে টানার কথা ভেবেছি। তবে ট্রান্সফার মার্কেটে সবসময় অনিশ্চয়তা থাকে, শেষ মুহূর্তে কী হয় বলা যায় না।”

 

হয়লুনের প্রতি এখনো আস্থা রেখেছে সিরি আ-এর ক্লাবগুলো। বিশেষত ইতালিতে খেলার সময় তার ধারাবাহিকতা ও গতি মুগ্ধ করেছিল অনেককে। তাই মিলান মনে করছে, ভিন্ন পরিবেশে আবারও পুরোনো ছন্দে ফেরা সম্ভব তার।

 

গণমাধ্যমের অনুযায়ী, ইউনাইটেড হয়লুনের জন্য চাইছে ৩ কোটি পাউন্ড। অন্যদিকে, মিলান চাচ্ছে ধারে কিংবা এর চেয়ে কম ফিতে ড্যানিশ ফরোয়ার্ডকে নিতে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয় কি না।