ন্যান্টেসকে হারিয়ে মৌসুম শুরু করল পিএসজি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১১:২৫

শেয়ার

ন্যান্টেসকে হারিয়ে মৌসুম শুরু করল পিএসজি
ভিতিনহার গোলে জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির। ছবি: সংগৃহীত।

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু হলো জয়ে। মৌসুমের প্রথম ম্যাচে ন্যান্টেসকে ১–০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে লুইস এনরিকের শিষ্যদের হয়ে একমাত্র গোলটি করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।

 

পুরো ম্যাচে একচেটিয়া দাপট দেখালেও পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। লিগ শুরুর আগে থেকেই আক্রমণভাগে সৃজনশীলতা নিয়ে আশাবাদী ছিলেন কোচ এনরিক। সেই প্রত্যাশা পূরণ করেছে দল। বল দখলে আধিপত্যের পাশাপাশি ১৮টি শট নিয়েছিল তারা। কিন্তু গোলপোস্টের নিচে ন্যান্টেস গোলরক্ষক অ্যান্টনি লোপেজ ছিলেন একাই একপ্রাচীর। একের পর এক দুর্দান্ত সেভে বারবার হতাশ করেছেন কিলিয়ান এমবাপ্পে–গনসালো রামোসদের।

 

ফ্রান্সে জন্ম নেওয়া লোপেজ খেলেন পর্তুগালের হয়ে, আর ন্যান্টেসের জার্সিতে এদিন ছিলেন দলের মূল ভরসা। তবে শেষ পর্যন্ত তাঁর হাত গলেই বেরিয়ে যায় তিন পয়েন্ট। ম্যাচের ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিতিনহার নেওয়া শট জালে জড়িয়ে যায়, ভেঙে যায় ন্যান্টেসের প্রতিরোধ।

 

এক গোলে এগিয়ে যাওয়ার পরও পিএসজি আক্রমণ থামায়নি। বরং ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু লোপেজের দারুণ সেভ ও শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট শটের কারণে আর কোনো গোল আসেনি। ফলে ন্যূনতম ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়তে হয় এনরিকের দলকে।