শিরোনাম
.jpg)
রেকর্ডবুকে আবারও উঠল আর্জেন্টাইন কিংবদন্তির নাম। ছবি: সংগৃহীত।
ফুটবল ক্যারিয়ারের প্রায় দুই দশক পেরিয়েও লিওনেল মেসির শিরোনাম হয়ে ওঠার ধারা থামছে না। বয়স পেরিয়েছে অনেকটা, তবে রেকর্ড গড়ার ক্ষুধা তার কমেনি একটুও। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জার্সিতে আবারও আলো ছড়ালেন আর্জেন্টাইন মহাতারকা। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে রোববারের (১৭ আগস্ট) ম্যাচে বদলি নামেন তিনি। নামার কিছুক্ষণের মধ্যেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে বল জড়িয়ে দেন জালে। সেটিই ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৮৭৫তম গোল, যা বয়স ও ম্যাচ উভয় নিরিখেই দ্রুততম।
মাংসপেশির ইনজুরি কাটিয়ে ফিরেই গোল ও অ্যাসিস্ট, দুটোই করেছেন মেসি। গোলের পর নজরকাড়া ব্যাকহিল পাসে লুইস সুয়ারেজকে সাজিয়ে দেন। উরুগুইয়ান ফরোয়ার্ড সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
২০০৫ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়েছেন মেসি। এবার যুক্ত হলো নতুন পালক। ৩৮ বছর ৫৪ দিন বয়সে ৮৭৫তম গোল করেও তিনি হলেন সবচেয়ে কম বয়সী ফুটবলার, যিনি এত দ্রুত এই মাইলফলকে পৌঁছালেন। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন এই কীর্তি গড়েন, তখন বয়স ছিল ৩৯ বছর ১২ দিন এবং খেলেছিলেন ১২০৬ ম্যাচ। মেসি সেখানে পৌঁছালেন মাত্র ১১১৬ ম্যাচেই।
এমএলএসে মায়ামির হয়ে এখন পর্যন্ত মেসির গোল ৫৯টি, সঙ্গে রয়েছে ৩০ অ্যাসিস্ট। যা লিগ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রেকর্ড। যুক্তরাষ্ট্রের মাটিতেও তিনি যেন নতুন এক অধ্যায় লিখছেন।
তবে সামগ্রিকভাবে এখনও রোনালদোর থেকে কিছুটা পিছিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে আল-নাসরের পর্তুগিজ ফরোয়ার্ডের গোল সংখ্যা ৯৩৮টি। গোলের ব্যবধান ৬৩ হলেও মেসি এগিয়ে অ্যাসিস্টের দিক থেকে সবমিলিয়ে ৩৮৯টি। অর্থাৎ ক্যারিয়ারে তিনি জড়িয়ে আছেন ১২৬৩ গোল সৃষ্টির সঙ্গে।
২০০৫ সালের ১ মে, বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচেই রোনালদিনহোর পাস থেকে অভিষেক গোল করেছিলেন মেসি। সেদিনের সেই কিশোর আজ পেরিয়ে গেছেন প্রায় দুই দশকের পথ, তবুও প্রতিদিন যেন নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন।
আরও পড়ুন: