শিরোনাম
.jpg)
বসুন্ধরা কিংস ইস্যুতে আগামীকাল বাফুফে'র জরুরি সভা। ছবি: সংগৃহীত।
জাতীয় ফুটবল দলের অনুশীলন মাঠে যেন পূর্ণ দল পাচ্ছেন না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে শুরু হয়েছে ক্যাম্প, যেখানে বসুন্ধরা কিংসের জাতীয় দলে ডাক পাওয়া ১০ খেলোয়াড়ের অনুপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।
আগামী অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। তার আগে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাফুফে। এই লক্ষ্যেই ১৩ আগস্ট থেকে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। বাফুফের সূচি অনুযায়ী কিংসের খেলোয়াড়দের ১৫ আগস্ট থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও ক্লাবটি শেষ পর্যন্ত ফুটবলার ছাড়তে অস্বীকৃতি জানায়।
ফলাফল, গতকাল কোচকে মাত্র ১২ জন নিয়ে অনুশীলন চালাতে হয়, আর আজ উপস্থিত ছিলেন ১৪ জন। এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল আগামীকাল বিকেলে জরুরি বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন। সেখানে ক্যাম্প চালু থাকবে নাকি আপাতত স্থগিত হয়ে পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিই এখন আলোচনার মূল বিষয়।
এদিকে বিষয়টিকে ঘিরে ফুটবল অঙ্গনে নতুন বিতর্ক জন্ম নিয়েছে। জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান একইসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি। জাতীয় দলের ক্যাম্প শুরু করার অনুমোদন ও স্বাক্ষর দেওয়া এই কর্মকর্তা শেষ পর্যন্ত তাঁর ক্লাবের খেলোয়াড় ছাড়েননি। ফলে একদিকে জাতীয় দলের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, অন্যদিকে বাফুফে ও কিংসের অবস্থান যেন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।
কিংসের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাদের মৌসুমপূর্ব প্রস্তুতি এখনো শেষ হয়নি, পাশাপাশি খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি কমাতে তারা জাতীয় দলে এখনই কাউকে ছাড়তে পারবে না। কিন্তু বাস্তবতা হলো, ঢাকা আবাহনী জাতীয় দলে সাতজন এবং অনূর্ধ্ব–২৩ দলে আরও তিনজন ফুটবলার ছেড়ে দিয়েছে। অন্য ক্লাবগুলোও অনায়াসেই খেলোয়াড় দিয়েছে। ফলে সমালোচনার তীর একমাত্র কিংসকেই ঘিরে।
আন্তর্জাতিক ফুটবলের নিয়মে ক্লাবগুলো বাধ্য থাকবে ম্যাচ শুরুর ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে। আইনের দিক থেকে কিংস তাই সঠিক অবস্থানে। কিন্তু দেশের বাস্তবতা ও জাতীয় দলের অগ্রাধিকারের বিষয় মাথায় রেখেও তারা একই সিদ্ধান্তে অনড় থাকায় নৈতিক প্রশ্ন জেগেছে। এর আগেও তারা জাতীয় অনূর্ধ্ব–১৯ দলে খেলোয়াড় দেয়নি, এমনকি একাধিকবার দেরিতে ছেড়েছে।
আরও পড়ুন: