লিওনেল মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৭:০৩

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৭:১২

শেয়ার

লিওনেল মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ ঘোষণা
দীর্ঘ ১৪ বছর পর ভারত আসছেন মেসি। ছবি: সংগৃহীত।

ভারত আবারও এক মহাতারকার আগমনের সাক্ষী হতে যাচ্ছে । আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ডিসেম্বরেই পা রাখছেন চার শহরের সফরে। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে আগামী ১২ ডিসেম্বর কলকাতা দিয়ে শুরু হবে এই সফর, যা শেষ হবে ১৫ ডিসেম্বর দিল্লিতে।

 

ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে মেসি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এ সফরের। ২০১১ সালের পর এই প্রথম ভারত সফরে আসছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

 

কলকাতায় দুই দিন অবস্থানকালে থাকছে ভক্তদের সঙ্গে বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন, চা-খাবারের আয়োজন এবং ২৫ ফুট উঁচু মেসির ভাস্কর্য উন্মোচন। পাশাপাশি ইডেন গার্ডেন্স অথবা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’।

 

এরপর ১৩ ডিসেম্বর মেসি যাবেন আহমেদাবাদে, যেখানে আদানি ফাউন্ডেশনের একটি বিশেষ আয়োজনে অংশ নেবেন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে তাঁর জন্য রাখা হয়েছে আরও জমকালো কর্মসূচি। ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে হবে ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ আড্ডা, আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’। মুম্বাই প্যাডেল গোট কাপে সেলিব্রিটিদের সঙ্গে খেলবেন কিছু সময়। সেখানে ভারতের কিংবদন্তি তিন অধিনায়ক শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎও হতে পারে মেসির।

 

বলিউড তারকা আমির খান, রণবীর সিং ও টাইগার শ্রফও থাকতে পারেন তাঁর পাশে। সবশেষে, ১৫ ডিসেম্বর নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের এই আয়োজনে আমন্ত্রিত থাকতে পারেন বিরাট কোহলি ও শুভমান গিলও।