রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় উয়েফার নজরদারিতে দুই ক্লাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৬:০২

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৬:০৭

শেয়ার

রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় উয়েফার নজরদারিতে দুই ক্লাব
বিতর্কিত ব্যানারে নড়েচড়ে বসেছে উয়েফা কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত।

হাঙ্গেরিতে অনুষ্ঠিত উয়েফা কনফারেন্স লিগ বাছাইপর্বের ফিরতি লেগে মাঠের লড়াই ছাড়িয়ে সমর্থকদের আচরণই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবার ইসরায়েলের ক্লাব ম্যাক্কাবি হাইফা ও পোল্যান্ডের রাকুভ চেস্তেহোভা ম্যাচে উসকানিমূলক ব্যানার প্রদর্শনের ঘটনায় নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

 

রাকুভের মাঠের জয় ছাপিয়ে বিতর্ক জন্ম নেয় হাইফা সমর্থকদের হাতে ধরা ইংরেজি ব্যানার, যেখানে লেখা ছিল, “১৯৩৯ সাল থেকে খুনি”। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নভরোস্কি এটিকে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতিকে অপমান করার শামিল বলে উল্লেখ করেন। তাঁর মতে, “এই ব্যানার কেবল পোলিশদের নয়, যুদ্ধকালীন সময়ে নিহত ৩০ লাখ ইহুদির স্মৃতিকেও আহত করেছে।”

 

উয়েফা জানিয়েছে, খেলাধুলার পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বার্তা প্রদর্শনের অভিযোগে দুই ক্লাবের বিরুদ্ধেই তদন্ত চলছে। সংস্থার শৃঙ্খলা প্যানেল শিগগিরই অভিযোগ যাচাই করবে। শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি ভবিষ্যতের ম্যাচে স্টেডিয়ামের কোনো অংশ বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তারা ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াকুভ ফিনকেলস্টেইনের সঙ্গে আলোচনা করেছে। রাষ্ট্রদূত নিজেও ব্যানার প্রদর্শনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলে নিযুক্ত পোলিশ রাষ্ট্রদূতকে দেশটির সরকারের সঙ্গে এ নিয়ে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখযোগ্য বিষয় হলো, কেবল হাইফা সমর্থকরাই নয়, প্রথম লেগে রাকুভ সমর্থকরাও ইসরায়েলের প্রতি রাজনৈতিক সুরে ব্যানার প্রদর্শন করেছিলেন। তাঁদের বার্তায় লেখা ছিল, “ইসরায়েল মানুষ হত্যা করছে আর বিশ্ব নিশ্চুপ।” ফলে উয়েফা একই অভিযোগে দুই ক্লাবের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

 

এদিকে, রাজনৈতিক বার্তা নিষিদ্ধ করার নিয়ম থাকলেও, সম্প্রতি উয়েফা নিজেই সমালোচনার মুখে পড়েছে। গত সপ্তাহে এথেন্সে সুপার কাপ ফাইনালের আগে মাঠে ‘স্টপ কিলিং চিলড্রেন’ লেখা বিশাল ব্যানার প্রদর্শন করে সংগঠনটি। ফিলিস্তিনি শরণার্থী দুই শিশুকে মাঠে এনে সেই বার্তা আরও জোরালোভাবে সামনে আনা হয়। যদিও উয়েফা দাবি করেছে, তাদের উদ্যোগ বিশ্বের সব যুদ্ধবিধ্বস্ত শিশুর প্রতি সংহতি জানানো।

 

মাঠের ফলাফলে রাকুভ চেস্তেহোভা ফিরতি লেগে ২–০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২–১ ব্যবধানে প্লে-অফ পর্বে জায়গা করে নেয়। তবে সেই সাফল্যকেও ছাপিয়ে গেছে সমর্থকদের তৈরি করা বিতর্ক, যা এখন উয়েফার তদন্তাধীন।