মেসি ভক্তদের জন্য মাশ্চেরানোর সুখবর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৩:৫৭

শেয়ার

মেসি ভক্তদের জন্য মাশ্চেরানোর সুখবর
মেসিকে নিয়ে সুখবর দিলেন মাশ্চেরানো। ছবি: সংগৃহীত।

পায়ের মাংসপেশির ইনজুরিতে ভুগে টানা কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তাতে শঙ্কা জাগে, ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি ম্যাচগুলো কিংবা আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠের সম্ভাব্য শেষ ম্যাচ হয়তো মিস করবেন তিনি। তবে কোচ হাভিয়ের মাশ্চেরানোর সাম্প্রতিক মন্তব্যে মায়ামি সমর্থকদের মুখে ফের ফুটেছে আশার হাসি।

 

এমএলএসে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে আগামীকাল (রোববার) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নামছে ইন্টার মায়ামি। আর এই ম্যাচেই মেসির ফেরার ইঙ্গিত দিয়েছেন মাশ্চেরানো। তিনি জানান, “লিও এখন ভালো আছে। বুধবার থেকেই পুরো দলে অনুশীলন করছে। যদি হঠাৎ কিছু না ঘটে, কালকের স্কোয়াডে থাকবে সে।”

 

নেকাক্সার বিপক্ষে গত (২ আগস্ট) লিগস কাপ ম্যাচে ডান পায়ে চোট পান মেসি। মাত্র ১২ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর ১৩ আগস্ট থেকে তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলন শুরু করেছেন। মায়ামির জন্য এটি বড় স্বস্তির খবর, কারণ গত দুই ম্যাচে তারা পায়নি এলএমটেনকে।

 

গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ ঘিরে মায়ামি দলে আরও কিছু পরিবর্তন এসেছে। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ভিসা সমস্যার কারণে কিছুদি ন্দো যোগ দিয়েছেন লা লিগার ক্লাব এলচেতে এবং গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারও চার্লট এফসির পথে। ফলে স্কোয়াডে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে।

 

তবে মাশ্চেরানো আশাবাদী থেকে বলেন, “ট্রান্সফার মার্কেটে এখনও সময় আছে। আমাদের দল ভারসাম্যপূর্ণ, যদিও কিছু পজিশনে খেলোয়াড় দরকার হতে পারে। তবে আমি যা পেয়েছি, তাতেই খুশি।” সূত্রমতে, ক্রুজ আজুলের ডিফেন্ডার গঞ্জালো পিওভির সঙ্গে যোগাযোগ আছে মায়ামির। কিন্তু কোচ এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেন, “আমাদের স্কোয়াডে নেই এমন কারও বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”

 

এই পরিস্থিতিতে মেসির প্রত্যাবর্তন শুধু মায়ামির জন্য নয়, আর্জেন্টিনার জন্যও আশীর্বাদ। কারণ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৯ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। তাই আর্জেন্টাইন সমর্থকরাও তাকিয়ে আছেন মেসির ফিটনেসের দিকে।