ভারত সফরে আসছে রোনালদোর আল-নাসর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১৭:২২

শেয়ার

ভারত সফরে আসছে রোনালদোর আল-নাসর
গোয়ায় আসবেন রোনালদো। স্বপ্ন, সম্ভাবনা ও শঙ্কার মিশেল। ছবি: সংগৃহীত।

এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্টের ড্রয়ে এক ঝলক স্বপ্ন দেখেছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। সৌদি আরবের আল-নাসর এবং আইএসএলের এফসি গোয়া পড়েছে একই গ্রুপে, যা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভারতে আসার সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

 

গ্রুপ ‘ডি’-তে আল-নাসর, এফসি গোয়া, আল জাওরা এবং এফসি ইস্তিকলল মুখোমুখি হবে। ড্রয়ের আগে থেকেই জল্পনা ছিল মোহন বাগান বা গোয়ার সঙ্গে এক গ্রুপে পড়লে রোনালদোর ভারত সফরের সুযোগ তৈরি হতে পারে। ড্র-পরবর্তী ফলাফল সেই সম্ভাবনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে।

 

তবে আনন্দে ভাসার আগেই সামনে এসেছে এক শঙ্কা। শোনা যাচ্ছে যদিও এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, রোনালদোর চুক্তিতে নাকি একটি ধারা রয়েছে, যা তাকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য করে না। বয়স ও ম্যাচ-ভ্রমণের চাপ সামলাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই ধারণা। এমনটি হলে গোয়ার ভক্তদের জন্য তা হবে বিশাল হতাশা, বিশেষ করে একটি রাজ্য যা রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মূর্তিও স্থাপন করেছে।

 

ভারতের মাটিতে বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের আগমনের ইতিহাস নতুন নয়। ব্রাজিলিয়ান মহাতারকা পেলেকে দেখা গেছে কলকাতায়, নিউ ইয়র্ক কসমসের জার্সিতে মোহন বাগানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দিয়েগো ম্যারাডোনাও ভারত সফর করেছেন, ফুটবলপ্রেমী কলকাতার দর্শক পেয়েছে তার উপস্থিতির সৌভাগ্য। এমনকি ২০১২ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা দলও খেলেছে সল্টলেক স্টেডিয়ামে।

 

তাই স্বাভাবিকভাবেই ভক্তদের আশা এবার সেই তালিকায় যুক্ত হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত হলেও, এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের ক্যালেন্ডার ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই চরমে।