শিরোনাম
.jpg)
বিয়ের আগেই ভবিষ্যৎ সুরক্ষার চুক্তি রোনালদো-জর্জিনার। ছবি: সংগৃহীত।
প্রায় এক দশকের সহযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে বৈবাহিক জীবনে প্রবেশ করতে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। বাগদান ইতিমধ্যেই সম্পন্ন, যেখানে জর্জিনাকে মূল্যবান ডায়মন্ড রিং দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন জর্জিনাও।
তবে ভালোবাসার এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে এক বিশেষ শর্ত। বিয়ের আগেই বিচ্ছেদ হলে কী হবে, তা নির্ধারণ করে দিয়েছেন দুজন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া জানায়, জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তানের গর্ভধারণ করেন, তখনই তারা এই বিচ্ছেদ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, যদি কখনও তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে, তবে জীবনের বাকি সময় পর্যন্ত জর্জিনার মাসিক ভরণপোষণের দায়িত্বে থাকবেন রোনালদো। সেই অঙ্ক প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। এই শর্ত কার্যকর হয়েছে তাদের মেয়ে আলানা মার্টিনার জন্মের পর থেকেই।
শুধু আর্থিক সহায়তাই নয়, জর্জিনার থাকার জন্য মাদ্রিদের লা ফিনকায় অবস্থিত রোনালদোর বিলাসবহুল বাসভবনও বরাদ্দ থাকবে। উদ্দেশ্য একটাই, বিচ্ছেদ হলেও সন্তানদের বেড়ে ওঠা ও জীবনযাত্রায় যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে।
এখানেই শেষ নয়। রোনালদোর সঙ্গে সংসার জীবনে থাকা জর্জিনা তার বিপুল সম্পদেরও একটি বড় অংশের মালিক হবেন বলে জানা গেছে। বর্তমান হিসাবে রোনালদোর সম্পদের পরিমাণ প্রায় ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকারও বেশি। ফলে চুক্তির শর্ত অনুযায়ী, ভবিষ্যতে কোনো অঘটন ঘটলেও জর্জিনার আর্থিক নিরাপত্তা থাকবে নিশ্চিত।
এই বিশেষ শর্তের পেছনে মূল উদ্দেশ্য, দীর্ঘ সময়ের সঙ্গী ও সন্তানদের প্রতি দায়িত্ববোধ বজায় রাখা। যদিও রোনালদো ও জর্জিনা দুজনই প্রকাশ্যে জানিয়েছেন, তারা বাকি জীবন একসঙ্গেই কাটাতে চান। তবুও ভবিষ্যতের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই পূর্বসতর্কতা নিয়েছেন তারা।
আরও পড়ুন: