শিরোনাম
.jpg)
চার রায়ানের বদলির ম্যাচে শেষ হাসি সাউদাম্পটনের। ছবি: সংগৃহীত।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটন বনাম রেক্সহাম ম্যাচে গত শনিবার (৯ আগস্ট) দেখা গেল এক বিরল দৃশ্য, খেলোয়াড় বদলিতে একসঙ্গে চারজনের নামই ‘রায়ান’!
প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর নতুন মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলছে সাউদাম্পটন। অপরদিকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা রেক্সহাম নতুন চ্যালেঞ্জে নেমেছে। দুই দলের লড়াই ৭২ মিনিটে এসে পেল এক মজার মোড়। স্বাভাবিকভাবেই ফুটবলে একসঙ্গে একাধিক বদলি নতুন কিছু নয়, কিন্তু বদলির বোর্ডে যখন বারবার ভেসে উঠল ‘রায়ান’ নাম, তখন দৃশ্যটা হয়ে উঠল অনন্য।
প্রথমে সাউদাম্পটন বদলি করে ডিফেন্ডার রায়ান ম্যানিংকে, যিনি নামেন মিডফিল্ডার ওয়েলিংটনের জায়গায়। দ্বিতীয় বদলিতে অবশ্য রায়ান নামের কেউ ছিল না সেখানে মিডফিল্ডার ফ্লিন ডাউনসের বদলে মাঠে নামেন স্ট্রাইকার ক্যামেরন আর্চার।
পরবর্তী পালায় আসে রেক্সহামের বদলির সময়। তারা স্ট্রাইকার জশ উইন্ডাসকে উঠিয়ে মাঠে নামায় রায়ান হার্ডিকে। এর পরই ঘটে আসল ‘রায়ান মুহূর্ত’ রেক্সহাম মিডফিল্ডার রায়ান বারনেটের বদলে আসে আরেক মিডফিল্ডার, রায়ান লংম্যান।
সাইডলাইনে চতুর্থ রেফারির বদলির বোর্ড যেন মুহূর্তেই হয়ে গেল ‘রায়ান তালিকা’। সমর্থকরাও আনন্দ নিয়ে এই দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে।
যদিও ম্যাচের মূল ফোকাস ছিল মাঠের লড়াই, শেষ পর্যন্ত জয় তুলে নেয় সাউদাম্পটন স্কোরলাইন ২-১। কিন্তু রায়ান-রঙ্গিন এই মুহূর্তটি ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় রয়ে যায়।
আরও পড়ুন: