শেভালিয়েরের অভিষেক পারফরম্যান্সে মুগ্ধ পিএসজি কোচ এনরিকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১৩:২১

শেয়ার

শেভালিয়েরের অভিষেক পারফরম্যান্সে মুগ্ধ পিএসজি কোচ এনরিকে
অভিষেকেই আলো ছড়ালেন লুকাস শেভালিয়ের, উচ্ছসিত পিএসজি কোচ। ছবি: সংগৃহীত।

সুপার কাপে জিয়ানলুইজি দোনারুম্মাকে বাদ দিয়ে নতুন গোলকিপারের হাতে দায়িত্ব তুলে দেওয়াটা ছিল নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত। কিন্তু লুকাস শেভালিয়ের অভিষেক ম্যাচেই প্রমাণ করলেন, কোচ লুইস এনরিকের এই পদক্ষেপই ছিল সঠিক। পেনাল্টি শুটআউটে দারুণ সেভে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিএসজিকে শিরোপা এনে দিলেন ২৩ বছর বয়সী এই ফরাসি গোলরক্ষক।

 

লিল থেকে যোগ দেওয়া শেভালিয়েরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এনরিকের সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স লিগজয়ী দোনারুম্মাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া। এর পরই নতুন ক্লাবের খোঁজ শুরু করেন ইতালিয়ান আন্তর্জাতিক এই তারকা। কিন্তু রোববারই দলে যোগ দিয়ে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়ে নিলেন শেভালিয়ের।

 

ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে মিকি ফান দে ফেনের শট ঠেকিয়ে দেন শেভালিয়ের। সেই সেভই শেষ পর্যন্ত পিএসজিকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেয়। সতীর্থ ও সমর্থকরা ম্যাচ শেষে তার প্রশংসায় ভাসান।

 

“আমরা লুকাসের ওপর নির্ভর করেছি… সে মাত্রই এসেছে, কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে। আমরা খুশি, কারণ সে তা করতে পেরেছে,” ম্যাচ শেষে বলেন এনরিকে।

 

দোনারুম্মাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চললেও, এনরিক শেভালিয়েরের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন, “সবাই বিষয়টি নিয়ে কথা বলছিল। তার জন্য সহজ ছিল না, কিন্তু সে দারুণভাবে সামলেছে।”

 

পিএসজির নতুন গোলকিপারকে স্বাগত জানিয়ে এনরিকে আরও যোগ করেন, “এটাই পিএসজি, এখানে চাপ সামলাতে জানতে হয়। লুকাস শীর্ষমানের গোলকিপার, তার সেই সামর্থ্য আছে। সে নিজের কাজ করেছে, আর ট্রফি দিয়ে আমরা তাকে স্বাগত জানালাম।” সতীর্থ উসমান দেম্বেলের চোখেও শেভালিয়েরের অভিষেক ছিল সিনেমার গল্পের মতো, “সে এল, আর পেনাল্টি সেভ করল। শুরুর জন্য এটা অসাধারণ।”

 

শেভালিয়েরের এই সাফল্যে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে, বিশেষ করে লিগ ওয়ান মৌসুম শুরুর আগে। আগামী রোববার নঁতের বিপক্ষে লিগ অভিযানে নামবে পিএসজি।