ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বান জানালো উয়েফা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১২:১৭

শেয়ার

ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বান জানালো উয়েফা
রাজনৈতিক বিতর্কের ঝুঁকি মাথায় নিয়ে সুপার কাপে উয়েফার মানবিক বার্তা। ছবি: সংগৃহীত।

ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সুপার কাপে ম্যাচপূর্ব সময়ে যুদ্ধবিরোধী ব্যানার প্রদর্শন করে মানবিক বার্তা দিয়েছে, কিন্তু এর ফলে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

 

গতকাল ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) ও ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। ২-২ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জেতে পিএসজি। কিন্তু মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ম্যাচের আগের দৃশ্য স্টপ কিলিং চিলড্রেন’ ও ‘স্টপ কিলিং সিভিলিয়ানস’ লেখা বড় ব্যানার মাঠে প্রদর্শন।

 

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকাকালে তাঁদের সামনে যুদ্ধবিরোধী ব্যানার ধরা হয়। পাশাপাশি পদক বিতরণী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই শরণার্থী শিশুকে আনা হয় ১২ বছর বয়সী তালা ও ৯ বছর বয়সী মোহাম্মদ। তালা যুদ্ধের কারণে চিকিৎসা সংকটে থাকা অবস্থায় ইতালির মিলানে চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে মোহাম্মদ গাজায় বিমান হামলায় বাবা-মাকে হারিয়েছে।

 

উয়েফার শিশুদের জন্য ফাউন্ডেশন আগেই জানিয়েছিল, এই পদক্ষেপ শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের সব সংঘাতপূর্ণ অঞ্চলের যুদ্ধপীড়িত শিশুদের জন্য। আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন ও ইউক্রেনের শিশুদের সহায়তায় সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তবুও, উয়েফার আগের সংবাদ বিজ্ঞপ্তিতে গাজার শিশুদের জন্য মানবিক সহায়তার কথা আলাদাভাবে উল্লেখ করায় সমালোচনা শুরু হয়।

 

বিতর্কের মূল কারণ উয়েফার নিজস্ব নীতিমালায় ম্যাচপূর্ব বা ম্যাচ-পরবর্তী সময়ে কোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। যদিও সুপার কাপে প্রদর্শিত ব্যানারে নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চল উল্লেখ ছিল না, তবুও ফিলিস্তিনি শিশুদের উপস্থিতি এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়টিকে সংবেদনশীল করে তুলেছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ লিখেছে, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, ফিলিস্তিন ও ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুদের একত্রিত করে উয়েফা হয়তো মানবিক উদ্যোগ নিতে চেয়েছে, কিন্তু এর ফলে সংস্থাটি রাজনৈতিক ব্যাখ্যার মুখে পড়তে পারে।

 

এই ঘটনাটি এসেছে একেবারে সম্প্রতি মিসরের তারকা মোহাম্মদ সালাহর সমালোচনার পর। গত শনিবার সালাহ উয়েফার যুদ্ধবিরোধী অবস্থান না নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার কয়েক দিনের মধ্যেই সুপার কাপে সরাসরি যুদ্ধবিরোধী বার্তা প্রদর্শন করল সংস্থাটি।

 

এদিকে, গাজার ফুটবলে ‘পেলে’ নামে পরিচিত সুলেইমান আল-ওবেইদ সম্প্রতি দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ৪১ বছর বয়সী এ সাবেক ফরোয়ার্ড ফিলিস্তিনের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, করেছিলেন দুই গোল; ক্লাব ফুটবলে তার গোলসংখ্যা শতাধিক। এই ঘটনায় ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।