শিরোনাম
.jpg)
প্রথমবারের মতো পিএসজির উয়েফা সুপার কাপ জয়ের উল্লাস। ছবি: রয়টার্স
প্রথম এক ঘণ্টায় দুর্দান্ত ফুটবল খেলেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া হলো টটেনহ্যাম হটস্পারের। ইতালির উদিনেতে বুধবার রাতে উয়েফা সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে যোগ করা সময়ে সমতায় ফিরে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে টটেনহ্যাম। ৩৯তম মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংলিশ দলটি।
কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন। ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে হেডে সমতা ফেরান গন্সালো রামোস। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম শট পোস্টে মারলেও বাকি চারটি শটে জাল খুঁজে পায় পিএসজি। অন্যদিকে টটেনহ্যামের দুই শট মিস করে যায়, একটি ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, আরেকটি বাইরে মারেন মাথিয়াস তেল। এতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা জেতে ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচে বল দখলে ৭৪ শতাংশ সময় আধিপত্য ছিল পিএসজির, তবে প্রথমার্ধে কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে শেষ মুহূর্তে ম্যাচে ফেরে লুইস এনরিকের দল। মৌসুম শুরুর এই ট্রফি জয় পিএসজির জন্য নতুন প্রেরণা হয়ে উঠল, আর টটেনহ্যামের জন্য রয়ে গেল আক্ষেপের গল্প।
আরও পড়ুন: