দোন্নারুম্মা প্রসঙ্গে ধৈর্য হারালেন পিএসজি কোচ এনরিকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:০৮

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:২১

শেয়ার

দোন্নারুম্মা প্রসঙ্গে ধৈর্য হারালেন পিএসজি কোচ এনরিকে
দোন্নারুম্মা প্রসঙ্গে বারবার প্রশ্নে চটলেন পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: সংগৃহীত।

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে শুরুতে ছিলেন প্রশংসামুখর। জিয়ানলুইজি দোন্নারুম্মার দক্ষতা ও ব্যক্তিত্ব নিয়ে বলছিলেন শুধুই ইতিবাচক কথা। কিন্তু সংবাদ সম্মেলনে একই প্রসঙ্গে বারবার প্রশ্ন আসতে থাকলে ধৈর্য হারিয়ে ফেললেন এই স্প্যানিশ কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন দোন্নারুম্মাকে নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না।

 

পিএসজিতে ইতালিয়ান গোলকিপারের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন নতুন নয়। গত মৌসুমে দলের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, কোচের পছন্দের তালিকায় জায়গা হারান তিনি। সম্প্রতি লিল থেকে ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েকে পাঁচ বছরের জন্য দলে ভেড়ানোর পরই পরিস্থিতি বদলে যায়। উয়েফা সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে স্কোয়াডে দোন্নারুম্মার নামই ছিল না। এরপর সামাজিক মাধ্যমে ২৬ বছর বয়সী কিপার জানিয়ে দেন, ‘একজনের কারণে’ পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে এনরিকে বলেন, দোন্নারুম্মা বিশ্বসেরাদের একজন হলেও তিনি চান ভিন্ন ধরনের গোলকিপার। “তার মান নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমাদের প্রয়োজন আলাদা প্রোফাইলের একজন কিপার।” এনরিকের দাবি, সিদ্ধান্তটি শুধুমাত্র দলের ভবিষ্যৎ শক্তিশালী করতেই নেওয়া হয়েছে। “তার অবদান আমরা সম্মান করি। তবে আমার লক্ষ্য দলকে আরও উন্নত করা এবং সেটিই করছি।”

 

ইতালির উদিনেতে হতে যাওয়া ম্যাচের সংবাদ সম্মেলনে প্রচুর ইতালিয়ান সাংবাদিক উপস্থিত থাকায় দোন্নারুম্মা প্রসঙ্গ যেন থামছেই না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এনরিকে বলেন, “এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়। সিদ্ধান্ত আমি ও ক্লাব মিলেই নিয়েছি, এবং ক্লাব আমার পাশে আছে।”

 

এদিকে পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস বিষয়টিকে জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। “ফুটবলাররা আসে, যায়; কিন্তু ক্লাব ও ইতিহাস থেকে যায়। দোন্নারুম্মা থাকলে আমরা তাকে আলিঙ্গন করব, না থাকলে ধন্যবাদ জানাব।”