শিরোনাম
.jpg)
কোচবিহীন কিংসের জয়, এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত। ছবি: সংগৃহীত।
প্রধান কোচ ছাড়াই মাঠে নেমে জয় পাওয়া এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নিজেদের লক্ষ্য পূরণ করল বসুন্ধরা কিংস। কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে জায়গা করে নিল তারা মূল পর্বে।
মঙ্গলবারের ম্যাচে কিংসের জয়সূচক গোলটি এসেছে মাত্র ষষ্ঠ মিনিটে। নতুন মৌসুমে মোহামেডান থেকে দলে আসা নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে বক্সের ভেতরে ইমানুয়েল টনির পাস পেয়ে নিখুঁত প্লেসিং শটে বল পাঠান জালে। এই প্রাথমিক লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রেখে নিশ্চিত হয় কিংসের জয়।
এই ম্যাচ দিয়েই ব্রাজিলিয়ান সের্জিও ফারিয়াসের কিংস কোচ হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তিনি ইরাকের একটি ক্লাবের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন, ফলে দায়িত্ব পড়ে সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সির কাঁধে। দুই কোচের পরিকল্পনায় সাজানো কৌশলেই সফল হয় দল।
ম্যাচে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিডফিল্ডার কিউবা মিচেলের। সান্ডারল্যান্ড যুব দলে খেলা মিচেল ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। ম্যাচের শেষ দিকে তার নেওয়া কর্নার থেকে রাকিব হোসেনের হেড গোলকিপার দারুণ সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। মধ্যমাঠে বল দখল ধরে রাখা, ডিফেন্সে সুশৃঙ্খল অবস্থান এবং ফরোয়ার্ডদের গতি সব মিলিয়ে সিরিয়ান দলটিকে খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি বাংলাদেশের প্রতিনিধিরা। গোলরক্ষক আনিসুর রহমান জিকো কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ক্লিন শিট নিশ্চিত করেন।
এই জয়ে নিশ্চিত হলো, অক্টোবরে শুরু হতে যাওয়া চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হবে বসুন্ধরা কিংস। আগস্টে হবে গ্রুপ ড্র। মুরাস ইউনাইটেডের বিপক্ষে আবাহনীর ঘরের মাঠে হারের পর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি বড় সান্ত্বনার খবর।
আরও পড়ুন: